একটা ছোট্ট ভুল, বাড়িতে এল ১০,০০,৫০ টাকার চালান! কী এমন অপরাধ করেছিল যুবক?

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 26, 2025 | 4:13 PM

Traffic Fine: হেলমেট না পরে বাইক চালানোর জরিমানা ৫০০ টাকা। সেখানেই যুবককে জরিমানা করা হল ১ লক্ষ ৫০ টাকা। অনিল হাদিয়া নামক ওই যুবক তো চালান দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়েন।

একটা ছোট্ট ভুল, বাড়িতে এল ১০,০০,৫০ টাকার চালান! কী এমন অপরাধ করেছিল যুবক?
ফাইল চিত্র।
Image Credit source: PTI

Follow Us

আহমেদাবাদ: কলেজ পড়ুয়া। সদ্য নতুন বাইক হাতে পেয়েছে। বাড়ি থেকে বেরনোর সময় হেলমেট পরে বেরতে ভুলে গিয়েছিল যুবক। পুলিশের নজর এড়ায়নি সেটা। হেলমেট না পরার জন্য সঙ্গে সঙ্গে জরিমানা করা হয় ওই যুবককে। কিন্তু বাড়িতে যখন চালান এল, তা দেখে গোটা পরিবারের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়! চালানে লেখা, ১০,০০,৫০ টাকা জরিমানা!

হেলমেট না পরে বাইক চালানোর জরিমানা ৫০০ টাকা। সেখানেই যুবককে জরিমানা করা হল ১ লক্ষ ৫০ টাকা। অনিল হাদিয়া নামক ওই যুবক তো চালান দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়েন। তাঁর প্রশ্ন, কীভাবে এত টাকা জরিমানা হতে পারে? তার বাবা ছোট ব্যবসা করেন। এত টাকা জরিমানা কী করে দেবেন?

গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা অনিল হাদিয়া। গত বছর এপ্রিল মাসে সে হেলমেট ছাড়াই বাইক নিয়ে বেরিয়েছিল। দীর্ঘদিন বাদে তাঁর বাড়িতে চালান আসে। সেখানেই জরিমানার অঙ্ক লেখা ১০,০০,৫০ টাকা।

বাধ্য হয়েই যুবক মেট্রোপলিটন কোর্ট ও পুলিশ কমিশনারের অফিসে দ্বারস্থ হয়। পুলিশ তাদের ভুল মেনে নেয়। পুলিশ কমিশনার বলেন, “৯০ দিন বাদে আদালতে যখন চালান পাঠানো হয়, তখনই নিশ্চয়ই কোনও ভুল হয়েছে। আমরা আদালতকে জানাব এবং ঠিক করা হবে।”