Ahmedabad’s Atal Bridge: চোখে লাগছে ধাঁধা, এই ছবিগুলি সত্যিই ভারতের! আজই এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী , দেখুন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 27, 2022 | 2:31 PM

Ahmedabad's new Atal bridge: আমেরিকা না ইউরোপের কোনও দেশ? প্রথম দর্শনে তাই মনে হতে পারে। কিন্তু, কোনও বিদেশ নয়, চোখ ধাঁধানো এই সেতুটি তৈরি হয়েছে গুজরাটের আহমেদাবাদে।

1 / 9
আমেরিকা না ইউরোপের কোনও দেশ? প্রথম দর্শনে তাই মনে হতে পারে। কিন্তু, কোনও বিদেশ নয়, চোখ ধাঁধানো এই সেতুটি তৈরি হয়েছে গুজরাটের আহমেদাবাদে। সবরমতি নদীর পূর্ব ও পশ্চিম পারকে জুড়েছে এই সেতু। আহমেদাবাদ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের তৈরি এই সেতুটির নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে, 'অটল সেতু'। এদিনই দুই দিনের সফরে গুজরাটে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (২৭ অগস্ট), এই চমকপ্রদ সেতুটির উদ্বোধন করবেন তিনি। আসুন, ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক, এই আকর্ষণীয় সেতুটির সম্পর্কে -

আমেরিকা না ইউরোপের কোনও দেশ? প্রথম দর্শনে তাই মনে হতে পারে। কিন্তু, কোনও বিদেশ নয়, চোখ ধাঁধানো এই সেতুটি তৈরি হয়েছে গুজরাটের আহমেদাবাদে। সবরমতি নদীর পূর্ব ও পশ্চিম পারকে জুড়েছে এই সেতু। আহমেদাবাদ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের তৈরি এই সেতুটির নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে, 'অটল সেতু'। এদিনই দুই দিনের সফরে গুজরাটে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (২৭ অগস্ট), এই চমকপ্রদ সেতুটির উদ্বোধন করবেন তিনি। আসুন, ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক, এই আকর্ষণীয় সেতুটির সম্পর্কে -

2 / 9
সবরমতি নদীর উপর তৈরি এই নয়া সেতুটি, এলিস সেতু এবং সর্দার সেতুর মাঝে অবস্থিত। অটল সেতু শুধুমাত্র পথচারীদের এবং সাইকেল আরোহীদের জন্য। অর্থাৎ এর উপর দিয়ে কোনও যানবাহন চলবে না, পায়ে হেঁটে বা সাইকেলে পারাপার করা যাবে নদী।

সবরমতি নদীর উপর তৈরি এই নয়া সেতুটি, এলিস সেতু এবং সর্দার সেতুর মাঝে অবস্থিত। অটল সেতু শুধুমাত্র পথচারীদের এবং সাইকেল আরোহীদের জন্য। অর্থাৎ এর উপর দিয়ে কোনও যানবাহন চলবে না, পায়ে হেঁটে বা সাইকেলে পারাপার করা যাবে নদী।

3 / 9
ইস্পাতের তৈরি সেতুটি প্রায় ৩০০ মিটার দীর্ঘ এবং প্রস্থ ১০ থেকে ১৪ মিটারের মধ্যে পরিবর্তিত হয়। সেতুটি নির্মাণে ২,৬০০ মেট্রিক টন ইস্পাতের পাইপ ব্যবহার করা হয়েছে। ছাদটি তৈরি করা হয়েছে রঙিন ফ্যাব্রিক দিয়ে, যা ঘুড়ি উৎসবের ইঙ্গিতবাহী। আর সেতুর রেলিংটি তৈরি করা হয়েছে কাচ এবং স্টেইনলেস স্টিল দিয়ে।

ইস্পাতের তৈরি সেতুটি প্রায় ৩০০ মিটার দীর্ঘ এবং প্রস্থ ১০ থেকে ১৪ মিটারের মধ্যে পরিবর্তিত হয়। সেতুটি নির্মাণে ২,৬০০ মেট্রিক টন ইস্পাতের পাইপ ব্যবহার করা হয়েছে। ছাদটি তৈরি করা হয়েছে রঙিন ফ্যাব্রিক দিয়ে, যা ঘুড়ি উৎসবের ইঙ্গিতবাহী। আর সেতুর রেলিংটি তৈরি করা হয়েছে কাচ এবং স্টেইনলেস স্টিল দিয়ে।

4 / 9
সেতুটির নকশা একেবারে অনন্য, বিশেষ করে রাতে এলইডি আলোর ঝলকে এক মায়াবি পরিবেশ তৈরি করে। আর অটল সেতুর এই অনন্য নকশা আহমেদাবাদ তথা গুজরাটের জনপ্রিয় ঘুড়ি উৎসব, 'উত্তরায়ণ' থেকে অনুপ্রাণিত। উপর থেকে দেখলে সেতুটিকে একটি দৈত্যাকার মাছের মতো দেখায়।

সেতুটির নকশা একেবারে অনন্য, বিশেষ করে রাতে এলইডি আলোর ঝলকে এক মায়াবি পরিবেশ তৈরি করে। আর অটল সেতুর এই অনন্য নকশা আহমেদাবাদ তথা গুজরাটের জনপ্রিয় ঘুড়ি উৎসব, 'উত্তরায়ণ' থেকে অনুপ্রাণিত। উপর থেকে দেখলে সেতুটিকে একটি দৈত্যাকার মাছের মতো দেখায়।

5 / 9
এক প্রতিযোগিতার মাধ্যমে সেতুর এই নকশাটি নির্বাচন করা হয়েছিল। এসটিইউপি কনসালট্যান্টস (STUP ) নামে মুম্বইয়ের এক স্থাপত্য নকশাকার সংস্থা প্রতিযোগিতা জিতেছিল। পি অ্যান্ড আর ইনফ্রাপ্রোজেক্টসলিমিটেড সংস্থাকে ঠিকাদার সংস্থ হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এই সংস্থাটি এর আগে, হিমালয় এবং উত্তর-পূর্ব ভারতের রুক্ষ ভূখণ্ডে ইস্পাতের সেতু-সহ ইস্পাতের তৈরি বড় মাপের কাঠামো তৈরিতে হাত পাকিয়েছিল।

এক প্রতিযোগিতার মাধ্যমে সেতুর এই নকশাটি নির্বাচন করা হয়েছিল। এসটিইউপি কনসালট্যান্টস (STUP ) নামে মুম্বইয়ের এক স্থাপত্য নকশাকার সংস্থা প্রতিযোগিতা জিতেছিল। পি অ্যান্ড আর ইনফ্রাপ্রোজেক্টসলিমিটেড সংস্থাকে ঠিকাদার সংস্থ হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এই সংস্থাটি এর আগে, হিমালয় এবং উত্তর-পূর্ব ভারতের রুক্ষ ভূখণ্ডে ইস্পাতের সেতু-সহ ইস্পাতের তৈরি বড় মাপের কাঠামো তৈরিতে হাত পাকিয়েছিল।

6 / 9
২০১৮ সালের মার্চে এই সেতু প্রকল্পটির অনুমোদন দিয়েছিল 'সবরমতি রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট বোর্ড'। এটির আনুমানিক বাজেট ছিল ৭৪ কোটি টাকা।

২০১৮ সালের মার্চে এই সেতু প্রকল্পটির অনুমোদন দিয়েছিল 'সবরমতি রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট বোর্ড'। এটির আনুমানিক বাজেট ছিল ৭৪ কোটি টাকা।

7 / 9
সবরমতী নদীর পূর্ব প্রান্তে তৈরি হচ্ছে এক শিল্প ও সংস্কৃতি কেন্দ্র। এই সেতু ওই কেন্দ্রটির সঙ্গে পশ্চিম পারে অবস্থিত ফুলের বাগানকে সংযুক্ত করবে। বলাই বাহুল্য নয়া সেতুটি সবরমতীর নদীর তীরে পর্যটকদের আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দেবে।

সবরমতী নদীর পূর্ব প্রান্তে তৈরি হচ্ছে এক শিল্প ও সংস্কৃতি কেন্দ্র। এই সেতু ওই কেন্দ্রটির সঙ্গে পশ্চিম পারে অবস্থিত ফুলের বাগানকে সংযুক্ত করবে। বলাই বাহুল্য নয়া সেতুটি সবরমতীর নদীর তীরে পর্যটকদের আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দেবে।

8 / 9
সেতুটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে পথচারীরা নীচের এবং উপরের - দুই হাঁটাপথ এবং নদীর ধারের হাঁটাপথ একই সঙ্গে ব্যবহার করতে পারেন। চাইলে সেতুর উপর থেকে সবরমতী নদীর অপূর্ব দৃশ্য উপভোগ করাও যাবে। এর জন্য সেতুর উপরে বসার ব্যবস্থাও রয়েছে।

সেতুটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে পথচারীরা নীচের এবং উপরের - দুই হাঁটাপথ এবং নদীর ধারের হাঁটাপথ একই সঙ্গে ব্যবহার করতে পারেন। চাইলে সেতুর উপর থেকে সবরমতী নদীর অপূর্ব দৃশ্য উপভোগ করাও যাবে। এর জন্য সেতুর উপরে বসার ব্যবস্থাও রয়েছে।

9 / 9
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই টুইটারে এই সেতুর কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "অটল সেতুটি কি দর্শনীয় দেখাচ্ছে না!"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই টুইটারে এই সেতুর কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "অটল সেতুটি কি দর্শনীয় দেখাচ্ছে না!"

Next Photo Gallery