কলকাতা: ২০৩০ সালের মধ্যে দেশে শুধু মাত্র তথ্য প্রযুক্তি শিল্পের হাত ধরেই তৈরি হবে প্রায় দশ লক্ষ চাকরি। তথ্য তুলে ধরে এমনটাই দাবি করল কোয়েস আইটি স্টাফিং নামে একটি সংস্থা। এটি নিজেও খোদ তথ্য প্রযুক্তি সংস্থা।
তাদের সমীক্ষা অনুযায়ী, আধুনিক প্রযুক্তি, কৃত্তিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং ও ডেটা সায়েন্সের মতো একাধিক ব্যবহারিক শিক্ষার হাত ধরে গোটা দেশে চাকরি জোয়ার আসবে। আগামী ছ’বছরেই সর্বসাকুল্যে তৈরি হবে দশ লক্ষ চাকরি।
এই প্রসঙ্গে কোয়েস আইটি স্টাফিং সংস্থার সিইও কপিল জোশী বললেন, ‘ভারতে প্রযুক্তির রূপ বদলে যাচ্ছে। প্রথাগত দক্ষতা ও চাকরির বাজারকে মাত দিচ্ছে কৃত্তিমবুদ্ধিমতা ও মেশিন লার্নিং। ফলত চাকরির বাজারে এই ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত কর্মীদেরও ঘাটতি দেখা যাচ্ছে।’
ব্যাঙ্কিং কিংবা ফিনান্সের মতো ক্ষেত্রেও বাড়ছে সাইবার নিরাপত্তার গুরুত্ব। সাইবার নিরাপত্তাকে আরও জোরালো করতে প্রয়োজন পড়ছে ব্লকচেইন ডেভেলপমেন্টের। অন্য়দিকে, চাকরির বাজারে প্রায় সর্বক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার চাহিদা তৈরি হয়েছে। যা মানুষের মনে চাকরি যাওয়ার ভয়কেও জাগিয়ে তুলেছে ভয়ঙ্কর ভাবে।
আরও এক সমীক্ষা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে চাকরির বাজারে রাজত্ব চালাবে মোট সাতটি ক্ষেত্র। যার মধ্যে কৃত্তিম বুদ্ধিমত্তা রয়েছে সবার আগে। এই শিক্ষার হাত ধরেই লক্ষ লক্ষ টাকা বেতনের চাকরি কয়েক মিনিটেই জোগাড় করে ফেলতে পারবে দেশের নবীন প্রজন্ম।