Avra Chattopadhyay |
Dec 31, 2024 | 6:20 PM
প্রতিষ্ঠা হল রামমন্দির। বিতর্ক রইল অটুট। তার মাঝেই প্রাণপ্রতিষ্ঠা রামলালার। দর্শনে পৌঁছে গেলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জ্ঞান সংগ্রহই অন্যতম নীতি। বদলে যাওয়া প্রযুক্তি, গতিময় জীবন, আধুনিকতা যখন তুঙ্গে, কৃত্তিম বুদ্ধিমত্তা যখন জাঁকিয়ে বসছে মানুষের বুদ্ধিমত্তার উপর সেই আবহে প্রযুক্তির উন্নয়ন নিয়ে বিল গেটসের সঙ্গে বৈঠকে মোদী।
যুদ্ধের আবহে গেলেন রাশিয়া। দু'দিনের সফরে দফায় দফায় বৈঠক সারলেন রুশ রাষ্ট্রপতি পুতিনের সঙ্গেও।
জুলাইয়ে গেলেন রাশিয়া। আগস্টে দেখা করলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে। বৈঠক করলেন যুদ্ধক্ষেত্রের অদূরেই।
ভয় দেখাচ্ছিল বিরোধীরা। কিন্তু মোদী ম্যাজিকেই ভোটের অঙ্ক দিয়ে বিরোধী শঙ্কাকে মাত দিলেন তিনি। তৃতীয়বারের জন্য শপথ নিলেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে।
সমাজমাধ্যমে ঝড় তুলে সেলফি তুললেন ইতালির প্রধানমন্ত্রী জোর্জিয়া মেলোনির সঙ্গেও।
বিশ্ব রাজনীতিতে প্রভাব বাড়িয়ে পৌঁছে গেলেন কোয়াড সামিটেও। দেখা করলেন বিশ্বের তাবড় তাবড় নেতাদের সঙ্গেও।
উৎসাহ জোগালেন নভোশ্চরদের। দেখা করলেন ইসরোর গগনযান অভিযানের চার মহাকাশচারীর সঙ্গে।