Bengaluru News: বহুতল থেকে পড়ে মৃত্যু বিমানসেবিকার, রহস্য উন্মোচনে গ্রেফতার বয়ফ্রেন্ড

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 14, 2023 | 10:09 AM

Bengaluru News: শনিবার বহুতল থেকে মৃত্যু হয় বিমানসেবিকার। সোমবার তাঁর বয়ফ্রেন্ডকে গ্রেফতার করে পুলিশ।

Bengaluru News: বহুতল থেকে পড়ে মৃত্যু বিমানসেবিকার, রহস্য উন্মোচনে গ্রেফতার বয়ফ্রেন্ড
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

বেঙ্গালুরু: এক বিমান সেবিকার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরু শহরে। শনিবার এক বহুতল আবাসনের চার তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে বিমান সেবিকার। এই অর্চনা ধিমানের মৃত্যু ঘিরে একাধিক রহস্য দানা বেঁধেছে। আর তাঁর মৃত্যুর পর সোমবার অর্চনার বয়ফ্রেন্ড গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। অর্চনাকে ধাক্কা দিয়ে চারতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আদেশের বিরুদ্ধে।

হিমাচল প্রদেশের বাসিন্দা ২৮ বছর বয়সী অর্চনা ধিমান। কর্মসূত্রে এখন বেঙ্গালুরুতেই বসবাস। শনিবার কোরমঙ্গলাতে রেণুকা রেসিডেন্সির চারতলা থেকে পড়ে মারা যান যুবতী। তারপরই উঠতে থাকে একাধিক প্রশ্ন। এই অ্য়াপার্টমেন্টে থাকতেন তাঁর বয়ফ্রেন্ড আদেশ। ভিন শহরে মেয়ের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন অর্চনার বাবা-মা। বাবা পুলিশে আদেশের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, অর্চনার বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে যে আদেশই তাঁর মেয়েকে খুনের চেষ্টায় চারতলা থেকে ফেলে দিয়েছে।

যুবতীর বাবার অভিযোগের ভিত্তিতেই সোমবার আদেশকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবারই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জেরায় আদেশ দাবি করেন, এই মৃত্যুতে তাঁর কোনও হাত নেই। ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন অর্চনা। সেই সময় পা পিছলে পড়ে যান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেরলে বড় হয়েছেন আদেশ। বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার ফার্মে কাজ করেন। আর অর্চনা দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক এয়ারলাইনে বিমান সেবিকার কাজ করেন।

বেঙ্গালুরু শহরে এসেই পরিচয় দু’জনের। নতুন শহরে নতুন বন্ধুত্ব গড়ে ওঠে। চলে মন দেওয়া-নেওয়া। দু’জনের পরিচয় হয় ডেটিং অ্য়াপ্লিকেশন থেকে। ৬ মাস আগেই তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। শুক্রবার রাতে তাঁরা কোরমোঙ্গলার ফোরাম মলে একটি সিনেমা দেখতে গিয়েছিলেন। তারপর বাড়ি ফিরে গভীর রাতেই দু’জনের মধ্যে বচসা বাঁধে। তারপর শনিবার অর্চনা অ্য়াপার্টমেন্টে থেকে নীচে পড়ে যান। সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করে গোটা ঘটনা জানান আদেশ। সঙ্গে সঙ্গে অর্চনাকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়। তবে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই খুনের মামলায় তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুনের পিছনে আদেশের কোনও হাত ছিল কি না তার কূল কিনারা পেতে তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ।

Next Article