নয়াদিল্লি: ইজরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তেল আভিভ। প্যালেস্তাইনের হামাস জঙ্গিগোষ্ঠীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই শহরও। প্যালেস্তাইন এবং ইজারায়েলের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতিতে বিমান বাতিলের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত তেল আভিভে যেমন যাবে না এয়ার ইন্ডিয়ার কোনও বিমান, তেমই সেখান থেকে ছাড়বে না এয়ার ইন্ডিয়ার বিমান। একটি বিজ্ঞপ্তি দিয়ে এই বিমান বাতিলের কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। যুদ্ধের অশান্ত পরিস্থিতির জন্যই বিমান বাতিল করতে ওই ভারতীয় উড়ান সংস্থা বাধ্য হয়েছে বলে জানিয়েছে।
শনিবার হামাসের রকেট হামলার পর প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। গাজা স্ট্রিপে পাল্টা হানাও চালিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। এই যুদ্ধে ইতিমধ্যেই মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা আরও বেশি। এই পরিস্থিতিতে শনিবার এয়ার ইন্ডিয়ার ১৪ জন কর্মী আটকে পড়েছিলেন তেল আভিভে। রবিবার ইথোয়াপিয়ার একটি বিমানে করে তাঁদের দেশে ফেরানো হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এর পরই এয়ার ইন্ডিয়ার ঘোষণা, “২০২৩ সালের ১৪ অক্টোবর পর্যন্ত তেল আভিভ থেকে সমস্ত এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল করা হল। যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই সময়কলে যাদের বিমানের বুকিং ছিল, তাদের সহায়তা করার কথাও জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তারা ইজরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ পরিস্থিতির উপর নজর রাখছে। তবে এই বিমান পরিষেবা পুনরায় চালু করা হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। হামাস জঙ্গিদের হামলার পর শনিবার ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী ছাড়াও আমেরিকা এবং পশ্চিমী বিশ্ব পাশে দাঁড়িয়েছে ইজরায়েলের।