Air India Flight: উড়ানের ৮ মিনিটের মধ্যেই এয়ারপোর্টে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান! ব্যাপক চাঞ্চল্য যাত্রীদের মধ্যে
Air India Flight: শনিবার সকাল ৬টা ৪৯ মিনিটে হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে ফুকেট যাওয়ার কথা ছিল বিমানের। কিন্তু, আচমকা এ ঘটনায় স্বভাবতই যাত্রীদের পাশাপাশি চাঞ্চল্য তৈরি হয় এয়ারপোর্টেও।

হায়দরাবাদ: ফের গোলযোগ এয়ার ইন্ডিয়ার বিমানে। এবার ঘটনা হায়দরাবাদ বিমানবন্দরে। টেক অফের মাত্র ৮ মিনিটের মধ্যে ফিরে এল বিমান। ব্যাপক চাঞ্চল্য যাত্রীদের মধ্য়ে। সূত্রের খবর, বিমানটি এয়ারপোর্ট থেকে উড়ে যেতে না যেতেই কিছু সময়ের মধ্যেই যান্ত্রিক গোলযোগ বুঝতে পারেন পাইলটয সঙ্গে সঙ্গে তা জানানো হয় ATC কে। ঘটনা শুনে ফের তা এয়ারপোর্টে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এটিসি-র নির্দেশে উড়ানের মাত্রা ৮ মিনিটের মধ্যে ফের এয়ারপোর্টে ফিরে আসে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আন্তর্জাতিক বিমান IX110. শনিবার সকাল ৬টা ৪৯ মিনিটে হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে ফুকেট যাওয়ার কথা ছিল বিমানের। কিন্তু, আচমকা এ ঘটনায় স্বভাবতই যাত্রীদের পাশাপাশি চাঞ্চল্য তৈরি হয় এয়ারপোর্টেও।
তবে এয়ারপোর্ট অথরিটি তরফে জানানো হয়েছে সব যাত্রীরাই সুরক্ষিত আছেন। কারও কোনও সমস্যা হয়নি। কিন্তু ঠিক কী যান্ত্রিক ত্রুটি ছিল তা নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি এয়ার ইন্ডিয়া। এদিকে আমাদেবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও ভুলতে পারেনি দেশ। সামনে এসেছে রিপোর্ট। তা নিয়েও চাপানউতোরের অন্ত নেই! এরইমধ্যে ফের হায়দরাবাদে এ ঘটনা নিয়ে নতুন করে শুরু চর্চা। তবে IX110 গোলযোগের আসল কারণ সামনে এলেই এদিনের ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মত ওয়াকিবহাল মহলের।
