Air India Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনার আঁচ মিলেছিল, ৭দিনের মাথায় হুবহু মিলল শর্মিষ্ঠার ভবিষ্যদ্বাণী
Air India Plane Crash: মর্মাহত গোটা বিশ্ব। কিন্তু দেশে যে বড় বিপর্যয় নেমে আসতে পারে, তা আগেই আঁচ করেছিলেন শর্মিষ্ঠা। সামনে এসেছে বিস্ফোরক একটি পোস্ট। এই দুর্ঘটনায় ঠিক পাঁচ দিন আগে করা শর্মিষ্ঠার সামাজিক মাধ্য়মে করা একটি পোস্ট।

নয়া দিল্লি: ১২ জুন ২০২৫! ৭ কিলোমিটার, ১৯ মিনিট, ৬০০ ফুট, ৩২২ কিমি প্রতি ঘণ্টা! অভিশপ্ত এআই১৭১ বিমানের ভেঙে পড়া আর শত শত লাশ! আহমেদাবাদে AI171 বিমান দুর্ঘটনায় স্তব্ধ গোটা দেশ। মর্মাহত গোটা বিশ্ব। কিন্তু দেশে যে বড় বিপর্যয় নেমে আসতে পারে, তা আগেই আঁচ করেছিলেন শর্মিষ্ঠা। সামনে এসেছে বিস্ফোরক একটি পোস্ট। এই দুর্ঘটনায় ঠিক পাঁচ দিন আগে করা শর্মিষ্ঠার সামাজিক মাধ্য়মে করা একটি পোস্ট।
শর্মিষ্ঠা, তিনি নিজেদের একটি জ্যোতিষবিদ হিসাবে সামাজিক মাধ্য়মে পরিচয় দিয়েছেন। গত ৫ জুন নিজের এক্স হ্যান্ডলে বিমান দুর্ঘটনা ঘটতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেন তিনি। শর্মিষ্ঠার এই ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ায় তা সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছে।
Highlights of 2025, ▪️Flooding of spirituality, jisko dekho Baba banengey, religious hooliganism. ▪️Aviation boom around the world, major crash making headline as well. ▪️Fighting for Freedom, freedom of temples, religious places etc.
— Astro Sharmistha (@AstroSharmistha) October 29, 2024
কেবল ৫ জুন নয়, ২০২৫ সালের মাঝামাঝিতে দেশে একটি বিমান দুর্ঘটনা ঘটতে পারে বলে আগেই ভবিষ্যৎদ্বাণী করেছিলেন তিনি। কেবল বিমান দুর্ঘটনা নয়, চলতি বছরে আরও কী কী ঘটতে পারে, তারও একটি তালিকা তৈরি করে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা।
তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ধর্মীয় হানাহানি, সাম্প্রদায়িক হিংসার একাধিক ঘটনা ঘটতে পারে। দ্বিতীয়ত, বিমান দুর্ঘটনা ঘটতে পারে, স্বাধীনতা, মন্দির, ধর্ম নিয়ে লড়াই হবে।
Aviation sector will do better in 2025, also plane crash headlines may give us shock, predicted this two months back, check the tweet below. Already a bit betterment in aviation sector started. When Jupiter will be in Gemini part of Mrigashira & Ardra with the speed of approx…
— Astro Sharmistha (@AstroSharmistha) December 29, 2024
শর্মিষ্ঠা গ্রহ অবস্থান দেখে বলেছিলেন, বৃহস্পতি মিথুন রাশিতে এলে বড় আকারের বিমান বিপর্যয় হবে। গত ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করেছে বৃহস্পতি। আর তার কিছুদিনের মধ্যেই ভয়াবহ বিমান বিপর্যয়ে কেঁপে উঠল দেশ।
অভিশপ্ত AI 171 অ্যাস্ট্রো শর্মিষ্ঠার এই ভবিষ্যৎদ্বাণীকে একেবারে শিরোনামে নিয়ে এসেছে।
