Airtel: অ্যান্টি-স্প্যাম নেটওয়ার্ক এনে বিপ্লব ঘটিয়েছে Airtel, কী জানালেন সংস্থার কর্তা

Oct 17, 2024 | 11:55 PM

Airtel: মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এয়ারটেলের যাত্রা সম্পর্কে উল্লেখ করে সুনীল মিত্তল বলেন, ভারতের প্রথম অ্যান্টি স্প্যাম নেটওয়ার্ক প্রকাশ করেছে এয়ারটেল।

Airtel: অ্যান্টি-স্প্যাম নেটওয়ার্ক এনে বিপ্লব ঘটিয়েছে Airtel, কী জানালেন সংস্থার কর্তা

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শক্তিশালী ভারতের স্বপ্ন দেখছেন, তার অংশ হতে বড় ভূমিকা নেবে এয়ারটেল। এই ভাষাতেই প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের অষ্টম এডিশন উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এয়ারটেলের যাত্রা সম্পর্কে উল্লেখ করে সুনীল মিত্তল বলেন, ভারতের প্রথম অ্যান্টি স্প্যাম নেটওয়ার্ক প্রকাশ করেছে এয়ারটেল।

তাঁর কথায়, ভারতের টেলিকমের ক্ষেত্রে সবার আগে রয়েছে এয়ারটেল। ২জি থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত পৌঁছেছে এই সংস্থা। কার্যত ডিজিটাল দুনিয়ায় বিপ্লব ঘটেছে বলে মনে করেন তিনি। এয়ারটেল কর্তার দাবি, অ্যান্টি স্প্যাম নেটওয়ার্ক তৈরি করার ফলে লক্ষ লক্ষ স্ক্যাম কল, প্রতারণার ঘটনা থেকে গ্রাহকদের বাঁচানো সম্ভব হচ্ছে। ফলে গ্রাহকেরা নিজেদের আরও বেশি সুরক্ষিত মনে করছেন বলে মন্তব্য করেন তিনি।

মিত্তল এয়ারটেল আরও জানিয়েছেন, বর্তমানে এই সেক্টরের প্রত্যেকটি বিষয় অনেক পরীক্ষা নিরিক্ষার মধ্যে দিয়ে যায়। ফলে নেটওয়ার্ক বা প্রোডাক্টের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলে মনে করেন তিনি।

Next Article