Ajit Pawar: বিজেপির দিকে পা বাড়াচ্ছেন অজিত পাওয়ার? কী বললেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 16, 2023 | 7:41 PM

Ajit Pawar: বিজেপিতে যোগ দেওয়ার সমস্ত জল্পনায় জল ঢাললেন অজিত পাওয়ার। তিনি জানিয়ে দিলেন, অমিত শাহের সঙ্গে সাক্ষাৎও হয়নি তাঁর।

Ajit Pawar: বিজেপির দিকে পা বাড়াচ্ছেন অজিত পাওয়ার? কী বললেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
অজিত পাওয়ার। ছবি:PTI

Follow Us

মুম্বই: মারাঠা রাজনীতিতে বেশ কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। বিজেপিতে যোগ দিতে পারেন এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। এদিকে এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জল্পনাও ছড়িয়েছে। এই নিয়ে দু’য়ে দু’য়ে চার করার চেষ্টা করছেন রাজনীতির কারবারিরা। তবে বিজেপিতে যোগ দেওয়ার সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন পাওয়ার।

অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক নিয়ে অজিত পাওয়ারের প্রতিক্রিয়া:

সম্প্রতি এনসিপি নেতা অজিত পাওয়ারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠকের জল্পনা ছড়িয়েছিল। তবে অজিত পাওয়ার এবার স্পষ্ট করে দিলেন, এইসব মিথ্যে। তিনি বলেন, মুম্বইয়ে পা রাখার পর থেকেই সংবাদ মাধ্যমগুলি তাঁকে অনুসরণ করছে। আর তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও বৈঠক হয়নি। তিনি বলেন, “মুম্বইতে তিনি পা রাখার পর থেকেই তাঁকে সংবাদ মাধ্যমগুলি অনুসরণ করছে। তাহলে আপনারাই বলুন আমরা কোথায় এবং কখন দেখা করলাম।”

বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমি শুধু খবর দেখতে থাকি। আমাকে নিয়ে যা কিছু বলা হয় তা শুনে হাসি পায়। হঠাৎ আমার প্রতি এত ভালবাসা কেন বুঝতে পারি না। শাসক দলের নেতারা বেশ কিছু কথা বলছেন। খবরেও এটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু সবই রটনা।”

প্রসঙ্গত, কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে সাম্প্রতিককালে অজিত পাওয়ারের মন্তব্য ও তাঁর গতিবিধি দেখে মনে করা হচ্ছিল তিনি পদ্ম শিবিরের দিকে পা বাড়াতে পারেন। তবে এটাই প্রথম নয় এর আগেও মারাঠা রাজনীতিতে সেই ছবি দেখা গিয়েছিল। আগেও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন অজিত পাওয়ার। তাঁর সমর্থন নিয়েই ২০১৯ সালে বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। অজিত পাওয়ার হন উপ-মুখ্যমন্ত্রী। তবে পরবর্তীকালে সেই সরকার যদিও ভেঙে যায়। এইবারও সেরকম কোনও সম্ভাবনা রয়েছে কি না তাই ভাবছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, গত মঙ্গলবার মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা প্যাটোলের সঙ্গে অজিত পাওয়ারের বিরোধ প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যেই নানা পাটেলের বিরুদ্ধে তোপ দাগেন অজিত পাওয়ার। তারপরই অজিত পাওয়ারের দলবদলের জল্পনা আরও জোরালো হয়। সেই জল্পনায় জল পড়ল পাওয়ারের মন্তব্যে।

Next Article