Mahakumbha: ‘সুন্দ’রী হর্ষা কি আদতে কে? অবশেষে সব সত্যি ফাঁস করল আখড়া পরিষদ, মিলল জবাব

Jan 17, 2025 | 3:51 PM

Mahakumbha: মডেল তথা উপস্থাপক হর্ষ রিচারিয়া সাধ্বী হবেন কি না, সেই সিদ্ধান্ত তাঁর উপরই ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছে আখড়া। তিনি বলেছেন যে মিডিয়ার এই বিষয়টিতে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয় কারণ এটি তাঁর জীবনের প্রশ্ন।

Mahakumbha: সুন্দরী হর্ষা কি আদতে কে? অবশেষে সব সত্যি ফাঁস করল আখড়া পরিষদ, মিলল জবাব

Follow Us

নয়া দিল্লি: মহাকুম্ভে ‘সুন্দরী সাধ্বী’ রীতিমতো ভাইরাল। মডেল তথা উপস্থাপক থেকে হর্ষা রিচারিয়া এখন সাধ্বী হলেন কীভাবে, তা জানতে চাইছেন অনেকেই। সোশ্যাল মিডিয়া এই প্রশ্নে তোলপাড়। তাঁকে নিয়ে উত্তর দিয়েছেন আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী। তিনি বলেন, ‘হর্ষা রিচারিয়া আমাদের উত্তরাখণ্ডের মেয়ে। তাঁর সম্পর্কে ভুল কিছু বলা একেবারেই ঠিক নয়।’

রবীন্দ্র পুরী বলেন, “হর্ষা হলেন মা ভগবতীর রূপ এবং অবতার। তবে, যখন একজন সাধু বা সাধ্বী হতে গেলে তাৎক্ষণিকভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। বরং, একজন সাধু হওয়ার প্রক্রিয়াটি দীর্ঘ। অনেক সময়, দুই বা পাঁচ বছরের মধ্যেও, মানুষ সাধু হওয়ার পরিবর্তে তাদের পারিবারিক জীবনে ফিরে যায়।”

মডেল তথা উপস্থাপক হর্ষ রিচারিয়া সাধ্বী হবেন কি না, সেই সিদ্ধান্ত তাঁর উপরই ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছে আখড়া। তিনি বলেছেন যে মিডিয়ার এই বিষয়টিতে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয় কারণ এটি তাঁর জীবনের প্রশ্ন। তিনি বলেন, ত্যাগ অনেক প্রকার। কখনও কখনও ক্ষণিকের জন্য বিচ্ছিন্নতাও দেখা দেয়।

এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের উদাহরণ দিয়েছেন রবীন্দ্র পুরী। তিনি বলেন, বিবেকানন্দ খুব ধনী ছিলেন না। কিন্তু তিনি একজন সন্ন্যাসী হয়ে গেলেন, আবার গৌতম বুদ্ধ এবং মহাবীর ধনী ছিলেন, তারপরও, তাঁরা সংসারত্যাগ করেন।

গত কয়েকদিন ধরে হর্ষা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল। কুম্ভের সময় তাঁর অনেক ভিডিয়ো ও ছবি সামনে এসেছে। তাঁকে সবচেয়ে সুন্দরী সাধ্বী আখ্যা দিয়েছিলেন অনেকেই। তিনি অবশ্য নিজেই স্বীকার করেছিলেন যে তিনি সাধ্বী নন।

Next Article