Chhattisgarh: পুড়ল না রাবণের ১০টি মাথার একটিও, মুখ পুড়ল ধামতরী পুরসভার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 07, 2022 | 6:32 PM

Chhattisgarh: ছত্তীসগড়ে ধামতরী মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের আয়োজিত দশেরায় পুড়ল না রাবণের কুশপুতুলের একটি মাথাও। যার জেরে শাস্তি পেতে হল এক ক্লার্ক এবং ৪ আধিকারিককে।

Chhattisgarh: পুড়ল না রাবণের ১০টি মাথার একটিও, মুখ পুড়ল ধামতরী পুরসভার
ধামতরীর দশেরাতে পুড়ল না রাবণের ১০ মাথার একটিও

Follow Us

রায়পুর: সারা দেশের মতো ছত্তীসগঢ়ের ধামতরী জেলার রামলীলা ময়দানেও দশেরা উৎসব উপলক্ষে রাবণের কুশপুতুল পোড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। সবকিছু পরিকল্পনা মাফিকই চলছিল। কিন্তু, শেষ রক্ষা হয়নি। রাবণের পুতুলের নিচের অংশ পুড়ে খাক হয়ে গেলেও, তার দশ মাথার একটিও পোড়েনি। সবকটিই অবিকৃত থেকে গিয়েছিল। আর এই ঘটনার জেরে বরখাস্ত করা হয়েছে ধামতারি নাগরিক সংস্থার একজন কর্মচারীকে। কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে চার কর্মকর্তাকে।

গত ৫ অক্টোবর ধামতরীর জেলার রামলীলা ময়দানে দশেরা উপলক্ষে কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ছবি-ভিডিয়োতে দেখা গিয়েছে, লঙ্কারাজের ধড় ছাই হয়ে গেলেও, তাঁর দশটি মাথাই অক্ষত রয়েছে। দশেরা বা বিজয়াদশমীর দিন অশুভের বিরুদ্ধে শুভের জয়ের প্রতীক হিসেবে, দেশজুড়ে রাবণের কুশপুত্তলিকা পোড়ানোর রীতি রয়েছে। ধামতরীতে রাবণের কুশপুত্তলিকা দহন অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় পৌরসভা।

আয়োজক ছিল স্থানীয় পৌরসভা

রাবণের দশটি মাথার একটিও না পোড়ায় রাবণের প্রতিমা তৈরিতে কোনও গাফিলতি ছিল বলে অভিযোগ ওঠে। এরপরই ধামতরী মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বা ডিএমসির পক্ষ থেকে রাবণের প্রতিমা তৈরির দায়িত্বে থাকা কেরানি রাজেন্দ্র যাদবকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশে বলা হয়েছে, রাজেন্দ্র যাদব রাবণের কুশপুতুল তৈরিতে গুরুতর অবহেলা করেছেন। যার ফলে ডিএমসির ভাবমূর্তি নষ্ট হয়েছে। এছাড়াও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিজয় মেহরা এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লোমাস দেবাঙ্গন, কমলেশ ঠাকুর এবং কামতা নগেন্দ্র-কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পৌরসভা। এই বিষয়ে তাদের জবাব চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমসির কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার রাজেশ পদমওয়ার।


ধামতরীর মেয়র বিজয় দেবাঙ্গন বলেছেন, “যাদের কুশপুতুল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কাজের ক্ষেত্রে যারা যারা টাকা পেতেন, তারা আর কোনও অর্থ পাবেন না।” তিনি আরও জানিয়েছেন, অনুষ্ঠানের ঠিক আগে মাঠে রাবণের মূর্তিটি স্থাপন করছিলেন কারিগররা। মূর্তিটির দশটি মাথার কোনওটিই আগুনে না জ্বলায়, স্পষ্টই বোঝা গিয়েছে কুশপুতুলটি সঠিকভাবে তৈরি করা হয়নি।

Next Article