নয়া দিল্লি: কেন্দ্র ও কৃষক প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পরও রফাসূত্র মেলেনি। অবস্থানে অনড় কৃষকরা। এবার মঙ্গলবার সারা ভারত বনধের ডাক দিলেন তাঁরা। কৃষকরা জানিয়েছেন, মঙ্গলবার তাঁরা রাজধানীর প্রত্যেকটি রাস্তা দখল করে নেবেন।
দেশের প্রত্যেকটি টোল-এ প্রতিবাদ দেখাবেন কৃষকরা। মঙ্গলবার কোনও টোল থেকে কর আদায় করতে পারবে না সরকার। এমন হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতা হরিন্দর সিং লখোবাল। তিনি জানিয়েছেন, তাঁদের এই আন্দোলনে আরও মানুষ যোগ দেবেন।
গতকালই কৃষকদের সঙ্গে বিজ্ঞান ভবনে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার-সহ বেশ কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু সাত ঘন্টার বৈঠক কার্যত নিস্ফলা। মাঝখানে বিরতির সময় সরকারের পক্ষ থেকে কৃষকদের খাবার খেতে অনুরোধ করলে তা প্রত্যাখ্যান করেন কৃষক নেতারা। তাঁরা সাফ জানিয়ে দেন বাড়ি থেকে নিয়ে আসা খাবারই খাবেন।
মোটের উপর কৃষকদের দাবি, বাতিল করতে হবে তিনটি কৃষি আইন। গতকাল বৈঠকের পরে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়ে ছিলেন, কেন্দ্রের অহংকার নেই। কৃষকরা আন্দোলন বন্ধ করলে ভাল হয়। কিন্তু কৃষকরা বুঝিয়ে দিলেন শুধু ন্যূনতম সহায়ক মূল্য দিলেই চিড়ে ভিজবে না। তাই মঙ্গলবার সারা ভারত বনধের ডাক দিলেন তাঁরা।
আরও পড়ুন: এই ৯ মুখ একুশের নির্বাচনের হিসেব বদলে দিতে পারে