Gautam Adani: অম্বানীর অ্যান্টিলিয়া তো চেনেন, ৪০০ কোটির বাড়ি আছে গৌতম আদানিরও, কী কী আছে জানেন?
Adani House: বিশ্বের সবথেকে দামি বাড়ি মুকেশ অম্বানীর মুম্বইয়ের ঠিকানা, অ্যান্টিলিয়া। আনুমানিক ১৫ থেকে ১৭ হাজার কোটি টাকা দাম এই বাড়ির। তবে গুজরাটেও তাদের বাড়ি রয়েছে। অন্যদিকে গৌতম আদানির ঠিকানাও আহমেদাবাদ। এসজি রোডের উপরে অবস্থিত আদানির বাড়ি।

নয়া দিল্লি: দেশের সবথেকে ধনী শিল্পপতিদের তালিকা তৈরি করলে প্রথমেই যে দুইজনের নাম থাকে, তারা হলেন মুকেশ অম্বানী ও গৌতম আদানি। দুই শিল্পপতিই সর্বক্ষণ চর্চায় থাকেন। শুধু তাদের ব্যবসায়িক বিষয় নয়, বাড়ির অন্দরমহলের খবর নিয়েও মানুষের উৎসাহ-আগ্রহের শেষ নেই। মুকেশ অম্বানীর বাড়ি, অ্যান্টিলিয়া এখন সকলের কাছেই পরিচিত। তবে আরেক শিল্পপতি গৌতম আদানির বাড়ি কোথায়, কেমনই বা দেখতে সেই বাড়ি, তা অনেকেই জানেন না।
ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ২১ নম্বরে রয়েছেন গৌতম আদানি। তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ৭১.৩ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৭১ হাজার কোটি টাকারও বেশি। সেখানেই মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ আরেকটু বেশি, ৯০.৪ বিলিয়ন ডলার।
অনেকেই জানেন না, কোটিপতি শিল্পপতি গৌতম আদানি কিন্তু কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি। তবে ডিগ্রি ছাড়াঅ আজ তিনি কয়লা থেকে শুরু করে বন্দর-সব জায়গায় রাজত্ব করছেন। আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি ইলেকট্রিসিটি ছাড়াও তাঁর পরিকাঠামো, রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে।
বিশ্বের সবথেকে দামি বাড়ি মুকেশ অম্বানীর মুম্বইয়ের ঠিকানা, অ্যান্টিলিয়া। আনুমানিক ১৫ থেকে ১৭ হাজার কোটি টাকা দাম এই বাড়ির। তবে গুজরাটেও তাদের বাড়ি রয়েছে। অন্যদিকে গৌতম আদানির ঠিকানাও আহমেদাবাদ। এসজি রোডের উপরে অবস্থিত আদানির বাড়ি। এর নাম শান্তিবন হাউস। সপরিবারে এই বাড়িতেই থাকেন গৌতম আদানি।
শান্তিবন হাউসের নির্দিষ্ট দাম জানা না গেলেও, আনুমানিক কয়েকশো কোটি টাকা দাম এই বাড়ির। আহমেদাবাদের সবথেকে দামি বাড়ি এটি। তবে শুধু আহমেদাবাদেই নয়, দিল্লিতেও বিশাল সম্পত্তি রয়েছে গৌতম আদানির। ২০২০ সালে নিলামে ওঠা ৩.৪ একরের বিরাট সম্পত্তি কেনেন আদানি। দিল্লির মান্ডি হাউসের কাছে এই বাড়ি। যার আনুমানিক দাম ৪০০ কোটি টাকা।
২৫ হাজার স্কোয়ার ফুটের এই বাড়িতে রয়েছে ৭টি বেডরুম, ৬টি লিভিং ও ডাইনিং রুম। রয়েছে আলাদা স্টাডি রুম। এছাড়া ৭ হাজার স্কোয়ার ফুটের আলাদা স্টাফ কোয়ার্টারও রয়েছে। চারিদিকে গাছপালায় ঘেরা এই বাড়ি।
শুধু দামি বাড়ি নয়, দামি গাড়িও আছে আদানির। ৭ কোটির রোলস রয়েস গোস্ট থেকে ফেরারি, টয়োটা আলফার্ড ও বিএমডব্লু ৭ সিরিজের গাড়ি রয়েছে। আদানি পরিবারের রয়েছে নিজস্ব বিমানও। তিনটি প্রাইভেট জেট রয়েছে, একটি বম্বাডিয়ার, একটি বিচক্রাফ্ট ও একটি হকার।
