All Party Meeting on Sri Lanka Crisis : ‘শ্রীলঙ্কার থেকে শিক্ষা নেওয়ার আছে’, সর্বদলীয় বৈঠক শেষে জানালেন জয়শঙ্কর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 19, 2022 | 8:23 PM

All Party Meeting on Sri Lanka Crisis : শ্রীলঙ্কার সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে আজ সর্বদলীয় বৈঠক করা হয়। বৈঠক শেষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে, শ্রীলঙ্কার পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন ভারত।

All Party Meeting on Sri Lanka Crisis : শ্রীলঙ্কার থেকে শিক্ষা নেওয়ার আছে, সর্বদলীয় বৈঠক শেষে জানালেন জয়শঙ্কর
ছবি সৌজন্যে : PTI

Follow Us

নয়া দিল্লি : চরম সঙ্কটের মুখোমুখি শ্রীলঙ্কার বাসিন্দারা। দ্বীপরাষ্ট্রে অর্থনৈতিক সঙ্কট ঘিরে রাজনৈতিক সঙ্কট এক অন্য রূপ নিয়েছে। ‘পলাতক’ রাষ্ট্রপতি গোতাবায়ার পদত্যাগের পর আপাতত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দেশ সামলাচ্ছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। আগামিকাল শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। তার আগেই কথামতো সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে বসল ভারত। বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন,ভারতের উপর শ্রীলঙ্কার পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন ভারত।

এদিনের বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক শেষে এস জয়শঙ্কর বলেছেন, শ্রীলঙ্কার পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। তিনি বলেছেন, ‘জিজ্ঞাসা করা হয়েছে এরকম কোনও পরিস্থিতি ভারতে সৃষ্টি হতে পারে কিনা।’ তিনি জানিয়েছেন যে, প্রতিবেশ দেশ শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। ভারতে শ্রীলঙ্কার পরিস্থিতির কী প্রভাব পড়তে পারে তা নিয়ে শঙ্কায় সরকার। তাঁর কথায়, ‘এটি খুব গুরুতর সঙ্কট। আমরা শ্রীলঙ্কায় নজিরবিহীন পরিস্থিতি দেখতে পাচ্ছি। সে কারণে এই সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’ বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন,ভারতের উপর শ্রীলঙ্কার পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন ভারত। তিনি এদিন সর্বদলীয় বৈঠকে বলেছেন, ‘রাজস্বঘটিত দূরদর্শিতা ও সুশাসন নিয়ে শ্রীলঙ্কার থেকে শিক্ষা নেওয়া উচিত। সৌভাগ্যবশত এই দেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুটিই যথেচ্ছ পরিমাণে রয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘আমরা যতটা সম্ভব মানবিক উপায়ে শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। সেখানকার পরিস্থিতি এখনও ঠিক হয়নি। IMF এর সঙ্গে তাদের আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমরা যা কিছু সমর্থন দিতে পারি, আমরা তা করব।’

প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশনের আগে সরকারের তরফে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে ডিএমকে ও এআইডিএমকে নেতারা শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে ভারতকে হস্তক্ষেপের আবেদন জানায়। তারপরেই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্তের কথা জানানো হয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর তরফে। এদিকে ক্রমশ জটিল হচ্ছে শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি। গতকাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শ্রীলঙ্কায় জরুরি অবস্থার ঘোষণা করেছেন। আগামিকাল নতুন রাষ্ট্রপতি পেতে চলেছে দ্বীপরাষ্ট্র। আপাতত সেখানকার পরিস্থিতির উন্নতির জন্য মুখিয়ে রয়েছে সেখানকার জনগণ।

Next Article