TV9 বাংলা ডিজিটাল: আগে ইঙ্গিত ছিল, মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্টত বলল, হাথরস কাণ্ডে সিবিআইয়ের তদন্ত হবে এলাহাবাদ হাইকোর্ট নজরদারিতেই। পাশাপাশি খারিজ করে দেওয়া হয় উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে অন্যত্র মামলা সরিয়ে আনার আবেদনও। আদালতের পর্যবেক্ষণ, সিবিআইয়ের (CBI) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়।
হাথরস কাণ্ড (Uttar Pradesh Hathras Incident) ঘিরে দেশজুড়ে উত্তেজনা ছড়ানোয় ‘ব্যাকফুটে’ যোগী সরকার তদন্তের ভার তুলে দেয় সিবিআই (CBI)-র উপর। মামলাকারী আইনজীবী এবং মানবাধিকার কর্মীদের অভিযোগ, সাক্ষীদের প্রভাব খাটাচ্ছে পুলিস-প্রশাসন। নিরাপত্তাও ‘সুনিশ্চিত’ করা হয়নি ধর্ষিতার পরিবারের। আধা সামরিক বাহিনী (CRPF) নিরাপত্তার দাবি জানানো হয় মামলাকারীদের তরফে। এ প্রসঙ্গে উত্তর প্রদেশের ডিজি-র আইনজীবী হরিশ সালভে জানান, সাক্ষীদের নিরাপত্তা দিতে সিআরপিএফ-এ তাদের কোনও অসুবিধা নেই।
উল্লেখ্য়, গত ১৫ অক্টোবর শুনানিতে তদন্তের নজরদারির ভার না নেওয়ার ইঙ্গতি দেয় সুপ্রিম কোর্ট। বল এলাহাবাদ হাইকোর্টের দিকেই ঠেলেছিলেন বিচারপতিরা। সর্বোচ্চ আদালত জানিয়েছিল, এলাহাবাদ হাইকোর্ট নিজে থেকেই সম্পূর্ণ বিষয়টির শুনানি করছে। তদন্তে নজরদারি ও পরিচালনার দায়িত্বও তারাই নিক। আজ সেই সিদ্ধান্তই চাপিয়ে দেওয়া হল এলাহাবাদ হাইকোর্টের উপর।
সমস্ত বিষয় নিয়ে শুরু থেকেই রাজনৈতিক চাপান-উতর চলায় অনেকেই মনে করছেন উত্তরপ্রদেশে (Uttar Pradesh) তদন্তে বাধা সৃষ্টি হতে পারে এবং সেখানে নিরপেক্ষভাবে তদন্ত সম্ভব নয়। এই মর্মে উত্তরপ্রদেশ থেকে তদন্ত সরিয়ে আনার একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এই বিষয়ে প্রধান বিচারপতি এস এ বোবদে(S A Bobde)-র বেঞ্চ জানায়, আগে তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ তদন্ত শেষ করতে দেওয়া উচিত। সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পরই নেওয়া হবে সিদ্ধান্ত।
হাথরস কাণ্ড(Hathras Incident)-র মামলায় শুনানি করছে প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ। প্রধান বিচারপতি বোবদে ছাড়া রয়েছেন বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যম। এ দিন এলাহাবাদ কোর্টের একটি জনস্বার্থ মামলার নির্দেশিকা থেকে নির্যাতিতার নাম বাদ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে (Uttar Pradesh Hathras)বছর কুড়ির এক দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে উচ্চবর্ণের চার যুবকের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। নানা ‘টালবাহানার’ পর গ্রেফতার করা হয় ওই চার অভিযুক্তকে।
অন্যদিকে কয়েকদিনের লড়াইয়ের পর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর। এরপর মৃতার পরিবারের অনুপস্থিতিতেই বিনা অনুমতিতে রাতের অন্ধকারে তার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে। বিচারের দাবিতে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ মিছিল। অবশেষে তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয় সিবিআই(CBI)-র হাতে।