GO First: ‘একটু পাশে বসুন’, বিমানসেবিকার সঙ্গে অশালীন আচরণ বিদেশি পর্যটকের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 07, 2023 | 7:24 PM

GO First: বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। গোয়াগামী গো ফার্স্টের বিমানে এই অভিযোগ উঠেছে।

GO First: একটু পাশে বসুন, বিমানসেবিকার সঙ্গে অশালীন আচরণ বিদেশি পর্যটকের
প্রতীকী চিত্র

Follow Us

গোয়া: গোয়াগামী (Goa) আরও একটি বিমানে হেনস্থার ঘটনা। এবার গো ফার্স্টের বিমানে অশ্লীলতার অভিযোগ উঠল। বিমান সেবিকার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবারের ঘটনা। গত ৫ জানুয়ারি দিল্লি থেকে গোয়ার জন্য উড়ে গিয়েছিল গো ফার্স্টের ওই উড়ান। মাঝ আকাশেই আজব বায়না ধরেন বিমানের এক যাত্রী। অভিযোগ, এক বিমান সেবিকাকে নিজের পাশে বসার জন্য বলেন ওই ব্যক্তি। অন্য আরেক বিমান সেবিকার সঙ্গে অশালীনভাবে কথা বলার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তি একজন বিদেশী পর্যটক বলে জানা যাচ্ছে। যাত্রীর বিরুদ্ধে এমন অভিযোগে হাত গুটিয়ে বসে থাকেনি গো ফার্স্টের কর্তৃপক্ষ। গোয়ায় নয়া নির্মিত মোপা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ানটি অবতরণ করতেই ওই অভিযুক্ত ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা সিআইএসএফ-র হাতে তুলে দেওয়া হয়। ডিজিসিএ-কেও এই বিষয়ে জানানো হয় গোটা বিষয়টি।

প্রসঙ্গত, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব করার ঘটনায় ইতিমধ্য়েই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনায় অভিযুক্তকে গতকাল রাতেই বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের একটি টিম। আজ শঙ্কর মিশ্রকে দিল্লির পাটিওয়ালা কোর্টে পেশ করা হয়েছে। আদালতের তরফে তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। তবে ছেলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ মানতে নারাজ বাবা শ্যাম মিশ্র। তিনি বলেছেন, “বৃদ্ধার বয়স ৭২ বছর। তিনি ওর মায়ের বয়সী। ওর বয়স ৩৪ বছর। ওর ১৮ বছর বয়সী এক মেয়েও রয়েছে। ও এই কাজ করতে পারে না।” এদিকে তদন্তে গাফিলতির জন্য এয়ার ইন্ডিয়ার ওই উড়ানের এক পাইলট সহ বিমান ক্রুদের বসিয়ে দেওয়া হয়েছে সংস্থার তরফে। এই নিয়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও। এবার এয়ার ইন্ডিয়ার পর গো ফার্স্টের বিমানে এহেন ঘটনা প্রকাশ্যে এল।

Next Article