AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amarnath Yatra: পহেলগাঁও হয়ে অমরনাথ যাওয়ার পথে বড় বিপদের সম্মুখীন পুণ্যার্থীরা, ছুটে গেল পুলিশ

Amarnath Yatra: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বাসগুলি জম্মুর ভগবতী নগর থেকে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও ক্যাম্পের দিকে যাচ্ছিল।

Amarnath Yatra: পহেলগাঁও হয়ে অমরনাথ যাওয়ার পথে বড় বিপদের সম্মুখীন পুণ্যার্থীরা, ছুটে গেল পুলিশ
রামবন জেলা হাসপাতালে ভর্তি আহতরা, দেখা করলেন প্রশাসনিক কর্তারাImage Credit: X
| Updated on: Jul 05, 2025 | 5:37 PM
Share

শ্রীনগর: অমরনাথ যাত্রা শুরুর দু’দিনের মাথায় ভয়াবহ বিপত্তি। সড়ক পথে দুর্ঘটনার কবলে পাঁচটি পুণ্যার্থী ভর্তি বাস। আহত কমপক্ষে ৩৬ জন। যাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশুও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বাসগুলি জম্মুর ভগবতী নগর থেকে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও ক্যাম্পের দিকে যাচ্ছিল। সেখান থেকেই ধীরে ধীরে অমরনাথ মন্দিরের পথে এগিয়ে যেতেন পুণ্যার্থীরা। কিন্তু তার মাঝেই ঘটে গেল বিপত্তি।

পুণ্যার্থীদের প্রাতরাশ করানোর জন্য রামবন জেলার চান্দেরকূটের কাছে ওই পাঁচটি বাসের দাঁড়ানোর কথা ছিল। কিন্তু কনভয়ের একটি বাসের ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গিয়ে ধাক্কা মারে সামনের বাসগুলিতে। পরপর চারটি বাসের সংঘর্ষে চালকদের হাতের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি। যাত্রার শুরুতেই দুর্ঘটনার সম্মুখীন হন পুণ্যার্থীরা।

তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার করা হয় আহত পুণ্যার্থীদের। দুর্ঘটনার খবর পেয়ে জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার ও রামবনের ডেপুটি কমিশনার মহম্মদ আলয়াস খানের সঙ্গে ফোনে কথা বলেন কাশ্মীরের গর্ভনর মনোজ সিনহা।

এদিন তিনি জানিয়েছেন, ‘পুণ্যার্থীরা কেউই গুরুতর ভাবে আহত হননি। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে গিয়েছে পুলিশবাহিনী। তারপর তাদের সেখান থেকে উদ্ধার করে স্থানীয় রামবন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন এবং নিজেদের যাত্রা আবার শুরু করেন।’