Sugarcane Price Hike: আন্দোলনের মাঝেই কেন্দ্রের মাস্টারস্ট্রোক, উপকৃত হবেন ৫ কোটি কৃষক

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 22, 2024 | 6:58 AM

Sugar Price: এতদিন অবধি আখ বিক্রি হত ৩১৫ টাকা প্রতি কুইন্টালে। কেন্দ্রের ৮ শতাংশ মূল্যবৃদ্ধির ঘোষণায় এবার থেকে তা ৩৪০ টাকা প্রতি কুইন্টাল দরে বিক্রি হবে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরই আখের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sugarcane Price Hike: আন্দোলনের মাঝেই কেন্দ্রের মাস্টারস্ট্রোক, উপকৃত হবেন ৫ কোটি কৃষক
আখের দাম বাড়াল মোদী সরকার।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: কৃষক আন্দোলনের মাঝেই কেন্দ্রের বড় ঘোষণা। দাম বাড়ানো হল আখের (Sugarcane)। আগামী ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আখের দাম ৮ শতাংশ বাড়ানো হল। এবার থেকে ৩৪০ টাকা প্রতি কুইন্টালে আখ বিক্রি করা হবে। যেখানে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি গ্যারান্টির দাবি নিয়ে আন্দোলনে পথে নেমেছে, সেখানেই কেন্দ্রের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আখের বর্ধিত মূল্যের ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেন, “কৃষক ও কৃষিক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যেই কাজ করছে আমাদের সরকার।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আখের মূল্যবৃদ্ধির ঘোষণা করে বলেন, “আসন্ন আখের মরশুমে, আগামী ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর অবধি আখের ন্যূনতম সহায়ক মূল্য ৮ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে ৩১৫ টাকা প্রতি কুইন্টালের পরিবর্তে ৩৪০ টাকা প্রতি কুইন্টালে আখ ক্রয় করা হবে। চিনির মিলগুলি যাতে আখচাষিদের নায্য মূল্য দেয়, তার জন্য়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এতদিন অবধি আখ বিক্রি হত ৩১৫ টাকা প্রতি কুইন্টালে। কেন্দ্রের ৮ শতাংশ মূল্যবৃদ্ধির ঘোষণায় এবার থেকে তা ৩৪০ টাকা প্রতি কুইন্টাল দরে বিক্রি হবে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরই আখের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, আখ চাষিদের কথা ভাবনাচিন্তা করেই নায্য মূল্য বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৫ কোটিরও বেশি আখচাষি। এছাড়াও চিনি শিল্পের সঙ্গে যুক্ত লক্ষাধিক পরিবার এই সিদ্ধান্তে উপকৃত হবে।

কেন্দ্রের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে আখচাষে বিশ্বে সবথেকে বেশি এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য ভারতেই দেওয়া হয়। এরপরও একবার সরকারের তরফে এই সহায়ক মূল্য ৮ শতাংশ বৃদ্ধি করা হল। প্রধানমন্ত্রী মোদী কৃষকদের আয় দ্বিগুণ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই-ই পূরণ হল আরও একবার।

Next Article