গান্ধী পরিবার বা কংগ্রেস কোনওদিনই সম্মান করে না বিনায়ক দামোদর সাভারকার বা বীর সাভারকারকে। মহারাষ্ট্র নির্বাচনের আগে বার বার এই অভিযোগ এনেই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল বিজেপি। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও শোনা গিয়েছিল সেই একই সুর। ভোটের প্রচারে গিয়ে সেই কথা বলেই রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোটের ফল প্রকাশ হতে না হতেই সেই ভবিষ্যদ্বাণীই যেন সত্যি হল। তেমনটাই দাবি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের।
সম্প্রতি নিজের এক্স মাধ্যমে একটি শর্ট ভিডিয়ো পোস্ট করেন অমিত মালব্য। সেখানে দেখা যাচ্ছে দুটি ‘উইনডো’ তে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমি বীর সাভারকারকে নিয়ে একটি চ্যালেঞ্জ করছি। কংগ্রেস নেতৃত্ব লাগাতার গোটা দেশ জুড়ে বারবার বীর সাভারকারকে অপমান করেছেন। ওঁকে কটূক্তি করেছে। এখন মহারাষ্ট্র নির্বাচনের সময় ভোট পেতে কিছুদিনের জন্য ক্টুক্তি করা থেকে সাময়িক বিরত রয়েছে। কিন্তু বীর সাভারকারের তপস্যা, ত্যাগ নিয়ে কোনও দিন একটা কথাও বলে না ওঁরা।”
Rahul Gandhi is vile and predictable. He didn’t mention Veer Savarkar even once throughout the Maharashtra election and started spewing venom soon after the rout. Prime Minister Modi had predicted this. Credit to the people of Maharashtra for showing the abusive dynast his place. pic.twitter.com/eaaut84FBJ
— Amit Malviya (@amitmalviya) November 26, 2024
ভিডিয়ো এগোতেই দেখা যায় রাহুল গান্ধী হাতে একটি লাল রঙের মলাট দেওয়া সংবিধান। হাতে থাকা লাল মলাট দেওয়া সংবিধান দেখিয়ে তিনি বলেন, “আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এখানে কোথাও সাভারকারের আওয়াজ আছে? এখানে কোথাও লেখা আছে যে হিংসা করো? কোথাও লেখা আছে যে কাউকে খুন, ভয় দেখানো বা হুমকি দিতে হবে?”
এই ভিডিয়ো পোস্ট করেই বিজেপি নেতা নিজের এক্স মাধ্যমে লেখেন, “রাহুল গান্ধী কী করবেন তা সহজেই অনুমান করা যায়। গোটা মহারাষ্ট্র নির্বাচনী প্রচারের সময় তিনি একবারও বীর সাভারকারের নাম উচ্চারণ করেননি। নির্বাচনে পরাজিত হওয়ার পরেই বিষোদ্গার করছেন। এই ভবিষ্যদ্বাণীই করেছিলেন প্রধানমন্ত্রী মোদীও। এঁদের সঠিক জায়গা দেখানোর জন্য মহারাষ্ট্রের জনগণকে ধন্যবাদ।” আসলে বিজেপি নেতার দাবি, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকেই সত্য প্রমাণ করেছেন রাহুল গান্ধী।