Amit Shah meeting: মমতার সঙ্গে টক্কর দিতে দ্রুত সংগঠন সাজাও, সুকান্তদের নির্দেশ শাহের: সূত্র

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 29, 2023 | 12:04 AM

Amit Shah meeting: সূত্রের খবর, এদিন মূলত দুটি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেছে বঙ্গ বিজেপি। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু কথা বলেছেন নেতারা।

Amit Shah meeting: মমতার সঙ্গে টক্কর দিতে দ্রুত সংগঠন সাজাও, সুকান্তদের নির্দেশ শাহের: সূত্র
দিল্লিতে বৈঠক ছিল বিজেপির

Follow Us

নয়া দিল্লি: হাতে আর বেশি সময় নেই। তৃণমূল তথা মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে টক্কর দিতে গেলে এখন থেকেই সংগঠন মজবুত করার ক্ষেত্রে আরও বেশি জোর দিতে হবে। মঙ্গলবার দিল্লিতে বাংলার সাংসদদের এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শাহি দরবারে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বাংলার প্রায় সব সাংসদ। এদিন একদিকে যেমন বাংলা থেকে একগুচ্ছ অভিযোগ নিয়ে গিয়েছিলেন সুকান্তরা। অন্যদিকে, সাংসদদেরও বার্তা দিতে ছাড়েননি অমিত শাহ। সূত্রের খবর, বুথ স্তর থেকে সংগঠন সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে সাংসদদের। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বিজেপিকে শক্ত হাতে হাল ধরার বার্তা দিয়েছেন শাহ।

সূত্রের খবর, এদিন মূলত দুটি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেছে বঙ্গ বিজেপি। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু কথা বলেছেন নেতারা। এছাড়া রাজ্যে ইডির কার্যপ্রণালী নিয়েও কিছু পরামর্শ দিয়েছে বলে সূত্রের খবর। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে, এখনও এমন অনেক ছোট বড় অনেক নেতা আছেন যাঁরা ইডির জালের বাইরে।

অন্যদিকে, অমিত শাহ সংগঠন মজবুত করার ওপর জোর দেন বলে সূত্রের খবর। তাঁর বার্তা, ২০২৪ আসতে সময় বেশি নেই। মমতার সঙ্গে টক্কর দিতে গেলে সংগঠন মজবুত করতে হবেই।

সংগঠন তৈরিতে আগেই জোর দিয়েছে বঙ্গ বিজেপি। বিধানসভা নির্বাচনের পর প্রায় ২ বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত সব বুথে বুথ কমিটি তৈরি করাই সম্ভব হয়নি। তাই লোকসভা নির্বাচনের আগে কোম বেঁধে নামতে রাজ্যের সব প্রান্তে সংগঠন মজবুত করতে চায় গেরুয়া শিবির।

Next Article