Amit Shah In Rajasthan : কংগ্রেস ভূমে পদ্ম ফোটাতে তৎপর বিজেপি! অশোক গড়ে বৈঠক ‘চাণক্যের’

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 10, 2022 | 12:02 PM

Amit Shah In Rajasthan : রাজস্থানে দু'দিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বিজেপির ওবিসির যুব মোর্চার সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি।

Amit Shah In Rajasthan : কংগ্রেস ভূমে পদ্ম ফোটাতে তৎপর বিজেপি! অশোক গড়ে বৈঠক চাণক্যের
ফাইল ছবি (সৌজন্যে : PTI)

Follow Us

জয়পুর : দু’দিনের রাজস্থানে সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোধপুরে বিজেপির ওবিসি মোর্চা দু’দিনের জাতীয় স্তরের ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন করেছে। শনিবার সেখানেই নিজের বক্তব্য তুলে ধরবেন বিজেপির চাণক্য। কংগ্রেস শাসিত রাজ্যে পদ্ম ফুল ফোটানোর কিছু সূত্রও বাতলে দিতে পারেন। এই বৈঠকের উদ্দেশ্যে শুক্রবার সন্ধেবেলাতেই জয়সলমের পৌঁছোন শাহ। আর আজ বিজেপির যুব মোর্চার জাতীয় ওয়ার্কিং কমিটি বৈঠকে বক্তব্য রাখবেন। এর পাশাপাশি বিজেপির বুথ-লেভেল কর্মীদের বৈঠকের সূচনা পর্বে বক্তৃতা দেবেন।

আগামী বছরেই বিধানসভা নির্বাচন রাজস্থানে। বর্তমানে সেখানে কংগ্রেস শাসিত অশোক গেহলটের সরকার। এবার সেখানে বিজেপির পদ্ম ফোটাতে এখন থেকেই তৎপর বিজেপি। প্রসঙ্গত, রাজ্যে ওবিসি ভোটব্যাঙ্কে জোর দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি রাজ্য়ের পশ্চিম প্রান্তে বিজেপির ক্ষমতাও পরখ করে দেখার পালা। এদিকে রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী ওবিসি মালি সম্প্রদায়ের। রাজস্থানের পশ্চিমে তাঁর ভালোই প্রভাব রয়েছে। এবার তাঁর প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমে পড়েছে বিজেপি। সেই উদ্দেশ্যেই রাজ্যে দু’দিনের সফরে এসেছেন অমিত শাহ। সফরের দ্বিতীয় দিনে একাধিক বৈঠক করার কথা তাঁর। এদিকে যোধপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি জয়সলমেরে তানোত মাতা মন্দিরে পুজো দেন।

এদিন ওবিসি মোর্চা বৈঠকের পরই বিজেপির বুথ স্তরে কর্মীদের বৈঠকে যোগ দেবেন শাহ। এদিকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও গতকালই যোধপুরে পৌঁছে গিয়েছেন। এদিকে ওবিসি জাতীয় কমিটির বৈঠকের আগে কংগ্রেসকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব। তিনি টুইটে লেখেন, ‘যখনই অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণের ইস্যু উঠেছিল কংগ্রেস তা সমর্থন করেনি। ২০১৪ সাল থেকে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সম্প্রদায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে।’ প্রসঙ্গত, ২০০ আসন সমন্বিত রাজস্থান বিধানসভায় ৩৩ টি আসনই রয়েছে যোধপুর ডিভিশনে। যার মধ্যে রয়েছে ছয়টি জেলা- যোধপুর, বারমের, জয়সলমের, জালোর, সিরোহি ও পালি। এই ৩৩ টি আসনের মধ্যে বর্তমানে ১৪ টি আসন বিজেপি, ১৭ টি কংগ্রেস এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ও নির্দলের একটি করে আসন রয়েছে। সেখানে আরও জোর বাড়াতেই তৎপর বিজেপি।

Next Article