Meghalaya Election 2023: নির্বাচনমুখী মেঘালয়ে আজ জোড়া জনসভা অমিত শাহের, ২৪ ফেব্রুয়ারি রোড শো মোদীর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 21, 2023 | 8:55 AM

Meghalaya Election 2023: আজ মেঘালয়ে জোড়া জনসভা বিজেপির চাণক্যের। আর ২৪ ফেব্রুয়ারি শিলংয়ে রোড শো করবেন মোদী।

Meghalaya Election 2023: নির্বাচনমুখী মেঘালয়ে আজ জোড়া জনসভা অমিত শাহের, ২৪ ফেব্রুয়ারি রোড শো মোদীর
অমিত শাহ

Follow Us

শিলং: ভোটের দামামা বেজেই গিয়েছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ২৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন মেঘালয়ে। উত্তর-পূর্বের এই রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূল। তাই বারবার কলকাতা থেকে সেখানে ছুটে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনের আঁচে পিছিয়ে নেই বিজেপিও। নির্বাচনে ঝড় তুলতে আজ সে রাজ্যে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মঙ্গলবার শিলংয়ে দুটি জনসভা করবেন।

মেঘালয় বিজেপির সভাপতি আর্নেস্ট মাউরি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পশ্চিম শিলংয়ে প্রথম জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং দ্বিতীয় জনসভাটি করবেন পিনথোরুমখ্রাহতে। আর্নেস্ট মাউরি বলেন, “গত ১৪ ফেব্রুয়ারি শিলংয়ে আসেন বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ শিলংয়ে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা পশ্চিম শিলং ও পিনথোরুমখ্রাহতে দুটি জনসভা করব।”

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে গিয়েছিলেন অমিত শাহ। নাগাল্যান্ডেও ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা। তাই নির্বাচনমুখী নাগাল্যান্ডে গতকাল একটি জনসভা করেন শাহ। তিনি আরও জানিয়েছেন, আগামী ২৪ ফেব্রুয়ারি মেঘালয় সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শিলংয়ে একটি রোড শো করবেন। আর্নেস্ট মাউরি বলেন, “তুরাতে জনসভার অনুমতির জন্য এখন আমরা অপেক্ষা করছি। ২৪ ফেব্রুয়ারি শিলংয়ে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্ট্রাল লাইব্রেরি থেকে এই রোড শো শুরু হবে। লক্ষ লক্ষ মানুষ এই রোড শোতে অংশ নেবেন।” তিনি আরও বলেছেন, স্বাধীনতা সংগ্রামী ইউ তিরট সিংয়ের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী। মেঘালয়ের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালবাসেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বিজেপি এইবার মেঘালয়ের ৬০ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে মেঘালয় ও নাগাল্যান্ড। তারপর ২ মার্চ ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড নির্বাচনের একসঙ্গে ফল প্রকাশ হবে।

Next Article