Netaji Subhas Chandra Bose: নেতাজির ভাবাদর্শ পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ রাজধানীতে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 08, 2023 | 9:33 PM

Netaji Subhas Sangathan: দিল্লির আটটি বাঙালি স্কুলের প্রায় ১৮০ জন পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। নেতাজির জীবনের বিভিন্ন দিক নিজেদের প্রবন্ধে তুলে ধরে পড়ুয়ারা।

Netaji Subhas Chandra Bose: নেতাজির ভাবাদর্শ পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ রাজধানীতে
নেতাজির ভাবাদর্শ পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ রাজধানীতে

Follow Us

নয়াদিল্লি: দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) অবদান অনস্বীকার্য। ব্রিটিশদের হাত থেকে দেশের স্বাধীনতা ছিনিয়ে নিতে নেতাজি ও তাঁর আজাদ হিন্দ বাহিনী যে অবদান রেখে গিয়েছে, তা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায়। এবার নেতাজির জীবনাদর্শ ছোট ছোট পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ রাজধানী দিল্লিতে (Delhi)। নেতাজি সুভাষ সংগঠন (Netaji Subhas Sangathan) ও দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশনের (Bengal Association) তরফে এদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে স্কুলের পড়ুয়াদের একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রবন্ধের বিষয় ছিল, নেতাজি হয়ে ওঠার পিছনে যে গুরুদের অবদান ছিল। দিল্লির আটটি বাঙালি স্কুলের প্রায় ১৮০ জন পড়ুয়া সেখানে অংশগ্রহণ করেছিল। নেতাজির জীবনের বিভিন্ন দিক নিজেদের প্রবন্ধে তুলে ধরে পড়ুয়ারা। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল, যাঁদের জীবনাদর্শে নেতাজি অনুপ্রাণিত হয়েছিলেন, তা পড়ুয়াদের মাধ্যমে তুলে ধরা। নেতাজির জীবন ও তাঁর ভাবধারা পড়ুয়াদের মধ্যে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বলে মনে করছেন বিশিষ্টজনরা।

প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা নেতাজির জীবনী লেখক কিংশুক নাগ। আজাদ হিন্দ ফৌজে নেতাজির সহযোদ্ধা লেফটেন্যান্ট আর মাধবনও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে। নেতাজি সুভাষ সংগঠনের সভাপতি আনন্দ মুখোপাধ্যায় এবং বেঙ্গল অ্যাসোসিয়েশনের সভাপতি তপন রায় এবং প্রতিযোগিতার মুখ্য বিচারক দিলীপ বসুও এদিন নেতাজির জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন।

নেতাজি বিষয়ক ওই অনুষ্ঠানে একটি সমবেত সঙ্গীতও উপস্থাপন করে রাজধানীর বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ গঙ্গোপাধ্য়ায় গোটা অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন। দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজির নেতৃত্ব ও তাঁর আত্মত্যাগের কথা এদিনের অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। সমাজের প্রতিটি কোণায় নেতাজির জীবনাদর্শের কথা পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলেন নেতাজি সুভাষ সংগঠনের সাধারণ সম্পাদক অরুণাভ পাল চৌধুরী।

Next Article