হায়দরাবাদ: স্মার্টফোনের যুগে সেলফি নেওয়ার হিড়িক লক্ষ্য করা যায় আট থেকে আশির মধ্যে। কোনও নতুন জায়গায় ঘুরতে যাওয়া হোক বা রেস্তোরাঁয় গিয়ে খাবার খাওয়া সকলেই মুহূর্তকে বন্দি করতে চান নিজস্বীতে। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার ঘটনাও গত কয়েক বছরে ঘটেছে অনেক। এতে মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। বিপদসঙ্কুল জায়গা থেকে সেলফি তোলার নেশা হোক বা আদালা কিছু বিপদকে ডেকে আনা, তাও দেখা গিয়েছে। সম্প্রতি এক যুবকও সেই পথেই হেঁটেছেন। তা করতে গিয়ে প্রাণও হারতে হয়েছে তাঁকে। অন্ধ্র প্রদেশের ওই যুবক সাপের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। সে জন্য প্রথমে সাপকে পেঁচিয়েছিলেন নিজের গলায়। গলায় সাপ পেঁচিয়ে ছবি তোলার সাপ কামড়ে দেয় তাঁকে। এর জেরেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার পোত্তিশ্রিরামুলুর কান্দুকুর শহরে। তাঁর নাম মণিকণ্ঠ রেড্ডি। কান্দুকুর শহরে ওই যুবকের একটি জুসের দোকান রয়েছে। সম্প্রতি একটি সাঁপুড়ে ওই শহরের আরটিসি ডিপোতে সাপের খেলা দেখাচ্ছিলেন। সেখানেই গিয়েছিলেন মণিকণ্ঠ। সাপের খেলা দেখছিলেন তিনি। তখনই তাঁর ইচ্ছা জাগে জ্যান্ত সাপের সঙ্গে সেলফি তোলার। শিবের গলায় সাপ ঝোলার ছবি দেখতে অভ্যস্ত ভারতীয়ার। সেই ভঙ্গিতে গলায় সাপ জড়িয়ে সেলফি তুলতে চেয়েছিলেন ওই যুবক।
সেই মতো ওই সাপুড়ের থেকে কিছুটা জোর করেই সাপ হাতে নেন তিনি। তার পর সেই সাপকে জড়িয়েছিলেন গলায়। সেই অবস্থায় ছবি তুলতে চেয়েছিলেন তিনি। তা করতে গিয়েই বিপত্তি। সাপ কামড়ে দেয় মণিকণ্ঠকে। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল রিমস হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনা নিয়ে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে।