Anil K Antony: মুসলিম লিগের বিদ্বেষমূলক স্লোগান নিয়ে সরব বিজেপি নেতা অনিল কে অ্যান্টনি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 26, 2023 | 6:36 PM

কেরল বিজেপি এই ঘটনার ভিডিয়ো শেয়ার করেছে। তা শেয়ার করে মিছিলের স্লোগানের সমালোচনা করেছে। রাহুল গান্ধীরও সমালোচনা করেছে কেরল বিজেপি।

Anil K Antony: মুসলিম লিগের বিদ্বেষমূলক স্লোগান নিয়ে সরব বিজেপি নেতা অনিল কে অ্যান্টনি
অনিল কে অ্যান্টনি।
Image Credit source: twitter

Follow Us

তিরুঅনন্তপুরম: কেরলে মুসলিম লিগের যুব সংগঠনের প্রতিবাদ সভা থেকে ওঠা স্লোগান নিয়ে নিন্দার ঝড় উঠেছে। মঙ্গলবার কেরলের কানজানগড়ে একটি মিছিলের আয়োজন করে মুসলিম ইউথ লিগ। মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে সহমর্মিতা জানাতেই এই মিছিলের আয়োজন। কিন্তু সেই মিছিল থেকেই সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান উঠেছে। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেরলের বিজেপি নেতা অনিল কে অ্যান্টনি ওই ভিডিয়ো শেয়ার করে একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি মুসলিম ইউথ লিগের ওই বক্তব্যের সমালোচনার পাশাপাশি কংগ্রেস, সিপিএম এবং ইন্ডিয়া জোটকে আক্রমণ শানিয়েছেন। কেরল বিজেপিও এই ঘটনার সমালোচনা করে তুলোধনা করেছে মুসলিম লিগকে।

কেরল বিজেপি এই ঘটনার ভিডিয়ো শেয়ার করেছে। তা শেয়ার করে মিছিলের স্লোগানের সমালোচনা করেছে। রাহুল গান্ধীরও সমালোচনা করেছে কেরল বিজেপি। মুসলিম লিগ নিয়ে অতীতে রাহুল গান্ধীর বক্তব্যও ওই ভিডিয়োর মাধ্যমে সামনে আনা হয়েছে।

 

সেই ভিডিয়ো রিটুইট করে অনিল কে অ্যান্টনি লিখেছেন, “গতকাল কেরলে ভয়াবহ ঘটনা। কানজানগড়ে মুসলিম ইউথ লিগ মণিপুরে ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে মিছিল করেছিল।” সেই মিছিল থেকে ‘জ্যান্ত পুড়িয়ে দেব’র মতো স্লোগান উঠেছে বলে তিনি লেখেন। এরপরই বিজেপি নেতা জানান, ইন্ডিয়া জোটের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। এরপরই তিনি প্রশ্ন তোলেন, “সিপিএম কেরল, সিপিএম, কেরল কংগ্রেস, কংগ্রেস কী পদক্ষেপ করবে? সাম্প্রদায়িত ঘৃণা এবং হিংসা কী স্বাভাবিক হয়ে উঠবে কেরলে ও ভারতে?”

Next Article