ইম্ফল: মণিপুরে হিংসা এখনও অব্যাহত রয়েছে। একের পর এক ব্যাঙ্কের ব্রাঞ্চে লুটপাট চালানোর অভিযোগ উঠছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। দিন দুয়েক আগেই একটি বেসরকারি ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে ২.২৫ কোটি টাকার নগদ অর্থ ও গয়না লুট করা হয়েছিল। এ বার সে রাজ্যের একটি কোঅপারেটিভ ব্যাঙ্কের একটি শাখায় চলল লুটপাট। ওই ব্রাঞ্চ থেকে প্রায় ১ কোটি টাকার কম্পিউটার ও ইলেকট্রনিক্স দ্রব্য চুরির অভিযোগ উঠেছে। মণিপুরের কাংপোকপি জেলায় ঘটেছে এই ঘটনা।
জানা গিয়েছে, মণিপুর স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের কাংপোককি শাখা ৪ মে থেকে বন্ধ ছিল। মণিপুরে হিংসা ছড়ানোর পর পরই তা বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি তা খুলতেই দেখা যায়, ব্যাঙ্কের ভিতর থেকে কম্পিউটার ও ইলেট্রনিক্স জিনিস উধাও হয়ে গিয়েছে। ওই ব্যাঙ্কের এক অফিসার সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “দিন তিনেক আগে ব্রাঞ্চ খুলতেই দেখা গিয়েছে, কম্পিউটার ও অন্যান্য ইলেক্ট্রনিক্স দ্রব্য নেই। একটি ক্যাশ ভল্টও ভাঙা ছিল। সেখানে থাকা সব টাকা করে করে নেওয়া হয়েছে। পাশাপাশি ব্রাঞ্চে থাকা এটিএম ভেঙে লুট চালানো হয়েছে।” ঘটনা নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
১০ জুলাই মণিপুরের চূড়চন্দ্রপুরের অ্যাক্সিস ব্যাঙ্কের শাখা থেকে ২.২৫ কোটি টাকা লুট করা হয় বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছিল, ব্যাঙ্কের শাখার পিছন দিক দিয়ে ড্রিল করে ঢুকেছিল চোরেরা। তার পর তারা লুট করে চলে যায়।