দিল্লি থেকে প্লেন উড়তেই যাত্রীদের ছেঁকে ধরল পিঁপড়ে! প্রাণ বাঁচাতে যা করলেন পাইলট…

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Sep 06, 2021 | 8:46 PM

কিছুদূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে বিষাক্ত পিঁপড়ে।

1 / 5
একটা নয়, হাজারটা নয়, লক্ষ লক্ষ পিঁপড়ে! তাও কি না আবার বিমানের বিজনেস ক্লাসে। আর কয়েক লাখ পিঁপড়ের হানার জেরে বিমান বন্দর থেকে উড়ে গিয়েও নেমে আসতে হল এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে। দিল্লি থেকে লন্ডনগামী একটি বিমানে সোমবার এই ঘটনা ঘটে বলে খবর। যে কারণে মাটি ছেড়ে আকাসে ওড়ার পরও নেমে আসতে হয় পাইলটদের।

একটা নয়, হাজারটা নয়, লক্ষ লক্ষ পিঁপড়ে! তাও কি না আবার বিমানের বিজনেস ক্লাসে। আর কয়েক লাখ পিঁপড়ের হানার জেরে বিমান বন্দর থেকে উড়ে গিয়েও নেমে আসতে হল এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে। দিল্লি থেকে লন্ডনগামী একটি বিমানে সোমবার এই ঘটনা ঘটে বলে খবর। যে কারণে মাটি ছেড়ে আকাসে ওড়ার পরও নেমে আসতে হয় পাইলটদের।

2 / 5
সোমবার দুপুর ২ টো নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। কিন্তু কিছুদূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে বিষাক্ত পিঁপড়ে। লাখে লাখে পিঁপড়ে রীতিমতো হানা দেয় যাত্রীদের উপর। অতিষ্ট হয়ে বিমানেই কান্নাকাটি জুড়ে দেন যাত্রীরা। এই অবস্থায় ফিরে আসা ছাড়া কোনও উপায় ছিল না পাইলটদের কাছে।

সোমবার দুপুর ২ টো নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। কিন্তু কিছুদূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে বিষাক্ত পিঁপড়ে। লাখে লাখে পিঁপড়ে রীতিমতো হানা দেয় যাত্রীদের উপর। অতিষ্ট হয়ে বিমানেই কান্নাকাটি জুড়ে দেন যাত্রীরা। এই অবস্থায় ফিরে আসা ছাড়া কোনও উপায় ছিল না পাইলটদের কাছে।

3 / 5
সূত্র জানাচ্ছে, দিল্লির আকাশ ছোঁয়ার মিনিট দশেকের মধ্যেই পিঁপড়ে হানা দিতে শুরু করায় তৎক্ষণাৎ বিমানটি যোগাযোগ করে দিল্লি এটিসি-র সঙ্গে। এটিসি-র থেকে নির্দেশ দেওয়া হয়, বিমানযাত্রা বাতিল করে ফিরে আসার জন্য। সেই মতো ফিরে আসে বিমানটি।

সূত্র জানাচ্ছে, দিল্লির আকাশ ছোঁয়ার মিনিট দশেকের মধ্যেই পিঁপড়ে হানা দিতে শুরু করায় তৎক্ষণাৎ বিমানটি যোগাযোগ করে দিল্লি এটিসি-র সঙ্গে। এটিসি-র থেকে নির্দেশ দেওয়া হয়, বিমানযাত্রা বাতিল করে ফিরে আসার জন্য। সেই মতো ফিরে আসে বিমানটি।

4 / 5
বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

5 / 5
বিমানবন্দর সূত্রে খবর, পিঁপড়ে হানা দেওয়া ওই বিমানে ভূটানের রাজপুত্রও ছিলেন। বাকি যাত্রীদের মতো তিনিও পিঁপড়ের হামলার শিকার হন। ফিরিয়ে আনার পর যাত্রীদের হালকা চিকিৎসা করা হয়। এরপর তাঁদের অন্য বিমানে চাপিয়ে লন্ডন পাঠানোর ব্যবস্থা করা হয়।

বিমানবন্দর সূত্রে খবর, পিঁপড়ে হানা দেওয়া ওই বিমানে ভূটানের রাজপুত্রও ছিলেন। বাকি যাত্রীদের মতো তিনিও পিঁপড়ের হামলার শিকার হন। ফিরিয়ে আনার পর যাত্রীদের হালকা চিকিৎসা করা হয়। এরপর তাঁদের অন্য বিমানে চাপিয়ে লন্ডন পাঠানোর ব্যবস্থা করা হয়।

Next Photo Gallery