দিল্লি: বুধবার গোটা রাত ইডি অফিসেই কাটিয়েছে অনুব্রত কন্যা। গ্রেফতারির পর কেটেছে গোয়েন্দাদের অফিসেই সুকন্যা মণ্ডল কাটিয়েছেন তাঁর প্রথম রাত। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ নিয়ে যাওয়া হয় দিল্লির আরএমএল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখান থেকে রাত প্রায় ন’টা নাগাদ আবার প্রবর্তন ভবনে ইডির অফিসে নিয়ে আসা হয় সুকন্যাকে। ইডি সূত্রের খবর, রাত্রিবেলা ডিনারে তাঁকে রুটি,সবজি ও স্যুপ খেতে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, গতকাল সুকন্যার এক বান্ধবী এসেছিলেন ইডি অফিসে। তিনিই কেষ্টকন্যার জামাকাপড় পৌঁছে দিয়ে আসে প্রবর্তন ভবনে। বৃহস্পতিবার সুকন্যাকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, তাঁকে পাঁচদিনের হেফাজতে চাইতে পারেন ইডি আধিকারিকরা।
প্রসঙ্গত, বুধবার দুপুর ১২টার পরে প্রবর্তন ভবনে ইডির অফিসে পৌঁছন কেষ্টকন্যা। এদিন দফায় দফায় সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়েন্দারা। বার বার হাজিরা এড়ানো সুকন্যার জন্য চোখা চোখা প্রশ্ন আগেই সাজিয়ে রেখেছিলেন তদন্তকারী অফিসাররা। এদিন ইডির জিজ্ঞাসাবাদের সময়ে বেশ কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অনুব্রত কন্যা। সূত্রের খবর, কখনও তিনি বলেন শারীরিক অবস্থা ঠিক নেই, আবার কখনও বলেন জানি না। ইডি সূত্রে খবর, এদিন সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত ছিলেন ইডির মহিলা অফিসাররা। দফায় দফায় জিজ্ঞাসাবাদের সময় বার বার সুকন্যার বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে বলে ইডি সূত্রে খবর। শেষ পর্যন্ত তদন্তে অসহযোগিতার অভিযোগে গরুপাচার মামলায় গ্রেফতার হন কেষ্ট কন্যা।