নয়া দিল্লি: ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চের পর্যবেক্ষণ, অন্য একটি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাই এই রক্ষাকবচের এখন আর খুব একটা বেশি গুরুত্ব নেই।
ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের আইনি রক্ষা কবচ প্রত্যাহারের আর্জি জানিয়েছিল সিবিআই। শুক্রবার শীর্ষ আদালতে এই মামলারই শুনানি ছিল। এর আগে সিবিআই-কে স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে বলেছিল শীর্ষ আদালত। ৩ নভেম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। এদিনের শুনানির শেষে অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, “সিবিআই-এর আইনজীবীর মুখ্য বক্তব্য ছিল এই মামলাতে রক্ষাকবচ প্রত্যাহারের জন্য। বিচারপতি নির্দেশ দিয়েছেন, যেহেতু এই মুহূর্তে অনুব্রত গ্রেফতার হয়েই আছে, তাই এই রক্ষাকবচের কোনও মানে নেই। ”
পাশাপাশি অনুব্রতর আইনজীবীরা প্রথম থেকেই অভিযোগ করেছিলেন, তাঁদের মক্কেলের বিরুদ্ধে ভুল অভিযোগ আনা হচ্ছে। সেই বিষয়টি এদিনও শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। হাইকোর্টকেই এই মামলার দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অনুব্রতর আইনজীবী বলেন, “হাইকোর্টের কাছে এই বিষয়টা স্পষ্ট হোক, আরসি ১৮ অর্থাৎ যে এফআইআর (ভোট পরবর্তী হিংসা মামলায়) হয়েছে, তার সঙ্গে অনুব্রত মণ্ডলের কী সংযোগ রয়েছে? সেই এফআইআর ধরে বিষয়টি খতিয়ে দেখা হোক।” সুপ্রিম কোর্টও বিষয়টিই দ্রুত হাইকোর্টকে দেখার নির্দেশ দিয়েছে এদিন।