নয়া দিল্লি: দিল্লি (Delhi) যাওয়া নিয়ে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) টানাপোড়েন জারি রয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদনের শুনানি হয় শনিবার। শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত। সোমবার পরবর্তী শুনানির পর রায় দেবে আদালত।
সময়টা ভাল যাচ্ছে না অনুব্রত মণ্ডলের। শুক্রবার হাইকোর্টে জামিন মামলার শুনানি ছিল। প্রশ্ন উঠল, প্রভাবশালী তকমাতেই কি জামিন পাচ্ছেন না বীরভূমের স্ট্রংম্যান? আর এই প্রশ্নে বিচারপতির মন্তব্য, অনুব্রত মণ্ডল অনেক বেশি প্রভাবশালী। মানে, প্রভাবশালীর থেকে আরও বেশি!
আর শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতেও সুবিধা করতে পারেননি বীরভূমের স্ট্রংম্যান। প্রশ্ন উঠতে শুরু করে দিল্লিতে নিয়ে গেলেই কি ইডির কেষ্টলাভ হবে? তদন্তকারীরা তো তেমনটাই মনে করছেন। আসানসোলে সংশোধনাগারে ইডি-জেরার মুখোমুখি হয়ে নাকি স্পিকটি নট মুডেই ছিলেন কেষ্ট। সেই মৌনব্রত ভাঙতেই কেষ্ট মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে চান গোয়েন্দারা।
এখন তিহার জেলে হেফাজতে সায়গল হোসেন। আর পাচার চক্রের অন্যতম অভিযুক্ত এনামুলও রয়েছে রাজধানীরই জেলে। এখন কেষ্টকে নিয়ে যেতে পারলেই, ট্রায়েঙ্গল কমপ্লিট? উত্তর মিলবে দিল্লিতেই।
এ দিকে, দিল্লি-যাত্রা ঠেকাতে মরিয়া তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। আর তাঁর হয়ে আদালতে সওয়াল করলেন দুঁদে আইনজীবী কপিল সিব্বল। রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ার নিয়ে সওয়াল করেন সিব্বল। কিন্তু সেই সওয়াল খারিজ করে দেন বিচারক। কিন্তু দিল্লির ফাঁড়া তো রয়েই গেল। এবার? রাউস অ্যাভিনিউ আদালতের রায়ের পর দিল্লি হাইকোর্টে মামলা করতে পারেন অনুব্রত মণ্ডল।