Anurag Thakur: ভারত জোড়ো যাত্রায় টুকরে টুকরে গ্য়াংয়ের সঙ্গে হাঁটছেন রাহুল : অনুরাগ ঠাকুর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 24, 2022 | 7:28 PM

Anurag Thakur: শনিবার দিল্লিতে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। এবার সেই যাত্রা নিয়েই রাহুলকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Anurag Thakur: ভারত জোড়ো যাত্রায় টুকরে টুকরে গ্য়াংয়ের সঙ্গে হাঁটছেন রাহুল : অনুরাগ ঠাকুর
রাহুল গান্ধীকে তোপ অনুরাগ ঠাকুরের

Follow Us

নয়া দিল্লি: শনিবার সকালে দিল্লিতে পৌঁছেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। এদিকে কয়েকদিন আগেই এই যাত্রায় কোভিড বিধি (Covid Protocol) মেনে চলা নিয়ে রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। সেই চিঠিতে কংগ্রেসের এই জনসংযোগ যাত্রায় কঠোরভাবে করোনাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। আর করোনা বিধি না মানা হলে এই যাত্রা বন্ধ করে দেওয়ার কথা বলা হয় এই চিঠিতে। কেন্দ্রের এই চিঠিকে ভারত জোড়ো যাত্রা বন্ধের এক ‘অজুহাত’ হিসেবেই আখ্য়া দেয় কংগ্রেস। কেন্দ্র ও কংগ্রেসের সংঘাতের মাঝেই এ দিন দিল্লিতে পা রাখে কংগ্রেসের যাত্রা। আর এদিন কংগ্রেসের এই যাত্রার কটাক্ষ করেন। রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেন, ভারত জোড়ো যাত্রায় তিনি ‘টুকরে টুকরে’ ও দেশ বিরোধী গ্যাংয়ের সঙ্গে হাঁটছেন।

প্রসঙ্গত, রাজস্থানে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী বলেছিলেন, ‘আপকি নফরত কে বাজ়ার মে মহব্বত কি দুকান খোলনে আয়া হু (ঘৃণার দুনিয়ায় আমি ভালবাসার বার্তা নিয়ে এসেছি)।’ আর শনিবার রাহুলের এই কথার সূত্র ধরেই রাহুলকে কটাক্ষ করলেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন,’ রাহুল গান্ধী ও কংগ্রেসকে মনে করাতে চাই কংগ্রেসের নীতির কারণেই ভারতের টুকরো টুকরো এবং ভাগ বাটোয়ারা হয়েছে। শুধু তাই নয়। ভারত জোড়ো যাত্রাতে টুকরে টুকরে গ্যাং এবং তাদের সমর্থকরাই হাঁটছে। যাঁরা দেশের নাম,পরিচয় ঘুচিয়ে দিতে চায় তাঁরা ভারত জোড়ো যাত্রার নাম কী করে বলতে পারে? যাঁদের যাত্রায় ঘৃণার বীজ বপণ করা হয় তাঁরা ভালবাসার কথা কীভাবে বলেন?’

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কোভিড পজ়িটিভ হওয়ার পর রাহুল গান্ধী করোনা পরীক্ষা করিয়েছেন কি না। তিনি বলেন, ‘সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাদের সবাইকে স্বাগত। কিন্তু দেশের জনতার প্রাণ সংশয়ে রেখে কখনোই এইসব করা উচিত নয়। এখন সময় কোভিড বিধি মেনে চলার। আমি আশা করি সকলে তা মেনে চলবেন। আমি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই তিনি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত ধরে ভারত জোড়ো যাত্রায় হাঁটছিলেন, তাঁর কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে। তারপর রাহুল গান্ধী কি নিজের করোনা পরীক্ষা করিয়েছেন? বাকি কংগ্রেস নেতারা করোনা পরীক্ষা করিয়েছেন? করোনা পজ়িটিভ ব্যক্তির সঙ্গে যেসব কংগ্রেস নেতা সংস্পর্শে এসেছিলেন তাঁরা কেউ নিজেদের গৃহবন্দি করেছিলেন?

তিনি এদিন আরও বলেন, ‘রাহুল গান্ধী টুকরে টুকরে গ্যাং এবং দেশ বিরোধী গ্যাংয়ের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় বেরিয়েছেন রাহুল গান্ধী।’ এদিকে অনুরাগ ঠাকুরের মন্তব্যে পাল্টা কংগ্রেস সাংসদ পি চিদম্বরম বলেছেন, “অনুরাগ ঠাকুর ‘গোলি মারো…’ বললেও অবাক হব না। তিনি আগেও একথা বলেছিলেন। আমাদের যাত্রায় মানুষ সাড়া দিয়েছেন এবং দেখুন সবাই জড়ো হচ্ছেন…তিনি বড় মন্ত্রী এবং আমরা ছোটোখাটে মানুষ।”

Next Article