নয়া দিল্লি: যাঁরা সমাজে ঘৃণা ছড়াচ্ছে, তাঁদের না গ্রেফতার করে ধরা হচ্ছে তাঁদের, যাঁরা সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করছেন। এমনই অভিযোগ উঠেছে সংসদে। আরজেডি সাংসদের সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করলেন, সঠিক ব্যক্তিকেই খুঁজে বের করা হবে। অভিযোগের ভিত্তিতে শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে গ্রেফতার করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গ উত্থাপন করেই আরজেডি সাংসদ কেন্দ্রের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বৃহস্পতিবার।
আরজেডি সাংসদ এ দিন প্রশ্ন করেন, কোন পদ্ধতিতে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা নেয় কেন্দ্র। কারা আসলে ঘৃণা ছড়াচ্ছে, তাঁদের চিহ্নিত করার কথা বলেন তিনি। তিনি বলেন, ‘যাঁরা তাঁদের বক্তব্যে হিংসা বা ঘৃণা ছড়াচ্ছে, তাঁদের বিরুদ্ধে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কোনও কোনও ক্ষেত্রে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।’
সাংসদের প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়। যাঁরা ফ্যাক্ট-চেকিং বা সত্য অনুসন্ধানের নামে ঘৃণা ছড়াচ্ছে, তাঁদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, ‘ফ্যাক্ট-চেকার আর ফ্যাক্ট-চেকিং-এর নামে সমাজে শত্রুতা ছড়ানোর চেষ্টা করছেন যাঁরা, তাঁদের আলাদা করতে হবে। অভিযোগ পেলেই আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, এমন অভিযোগেই গ্রেফতার হয়েছিলেন মহম্মদ জুবের। উত্তর প্রদেশে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছিল। ২০১৮ -তে তাঁর করা একটি টুইটের ভিত্তিতেই ওই এফআইআর হয়।