Army’s Assault Dog: দু’বার গুলি খেয়েও মানেনি হার, বীরদর্পে জঙ্গিদের উপর আক্রমণ চালিয়ে গিয়েছে ‘জু়ম’

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 11, 2022 | 2:13 PM

Army's Assault Dog: কাশ্মীরের অনন্তনাগে সেনার অপারেশনে বীরদর্পে লড়েছে সেনা কুকুর জ়ুম। দুটি গুলি খেয়েও সে থামেনি। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Armys Assault Dog: দুবার গুলি খেয়েও মানেনি হার, বীরদর্পে জঙ্গিদের উপর আক্রমণ চালিয়ে গিয়েছে জু়ম
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

শ্রীনগর : দেশ ও তার সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে মোতায়েন রয়েছে সেনা জওয়ান। আমাদের নিরাপত্তার খেয়াল রাখতে তাঁরা শত্রুদের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করার গল্প আমরা আগেও শুনেছি। তবে প্রাণের তোয়াক্কা না করে কোনও কুকুরকে লড়ে যেতে দেখেছেন কখনও? জম্মু ও কাশ্মীরে এবার এমন ছবিই দেখা গেল। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই হয়। সেই সময় গুরুতর জখম হয় সেনার কুকুর। তারপর আহত অবস্থায়ও লড়ে যায় সেনা কুকুর জ়ুম। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার রাতের দিকে দক্ষিণ কাশ্মীর জেলার ট্যাংপাওয়াতে সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্বন্ধে খবর মেলে নিরাপত্তা বাহিনীদের। তারপরই রবিবার গভীর রাতে সেখানে নিরাপত্তা বাহিনীর তরফে তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে একটি বাড়িতে সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়ে রয়েছে বলে সন্দেহ করা হয়। সোমবার সকালে সেই বাড়িতেই জ়ুম নামের কুকুরটিকে ভিতরে পাঠানো হয়। সন্ত্রাসবাদীদের সনাক্ত করে সে তাদের উপর আক্রমণ করতেই তাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। দুটি বুলেট লাগে জ়ুমের। গুলি লাগায় গুরুতর আহত হয় সেনার সেই কুকুর।

সেনার তরফে জানানো হয়েছে, আহত হয়েও নিজের অপারেশন থামায়নি জ়ুম। নিজের ক্যানাইন দিয়ে শক্ত কামড় বসিয়ে গিয়েছে সন্ত্রাসবাদীদের উপর। তাদের নিষ্ক্রিয় করার লক্ষ্যে আক্রমণ চালিয়ে গিয়েছে। তারপর শ্রীনগরে সেনার পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছে জু়ম। সেনার তরফে টুইট করে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এদিকে এই এনকাউন্টারে দু’জন লস্কর-ই-তৈবা জঙ্গি মারা গিয়েছে বলে জানা গিয়েছে। এই এনকাউন্টারে জখম হয়েছেন একাধিক সেনা জওয়ান।

Next Article