নয়া দিল্লি: মিলিটারি পুলিশ বিভাগে প্রথম মহিলাদের নিয়োগ করল ভারতীয় সেনা। অফিসার পদের বাইরে প্রথমবার ভারতীয় সেনায় মহিলাদের নিয়োগ করা হল। শনিবারই প্রথম মিলিটারি পুলিশে যুক্ত হলেন মহিলারা। যদিও তিন বাহিনীতে ১৯৯০ সাল থেকেই অফিসার পদে নিযুক্ত রয়েছেন মহিলারা।
সেনাবাহিনীর তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘৮ মে বেঙ্গালুরুর কর্পস অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের দ্রোণাচার্য প্যারেড গ্রাউন্ডে প্যারেড করেই নিযুক্ত হলেন ৮৩ জন মহিলা। কোভিড বিধি মেনে সেই প্যারেডের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন বাহিনীর মধ্যে স্থলবাহিনীতেই প্রথম অফিসার পদের বাইরে মহিলাদের নিয়োগ করা হল। আগামী কয়েক বছরে মিলিটারি পুলিশে ৮০০ মহিলাকে নিয়োগ করতে চায় সেনা।
বর্তমানে ভারতীয় সেনায় নিযুক্ত রয়েছেন ৯০০০ মহিলা। স্থলবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনায় অফিসার হিসেবে কাজ করেন তাঁরা। তথ্য বলছে গত ৬ বছরে ভারতীয় সেনায় মহিলাদের নিয়োগ তিন গুণ বেড়েছে।
গত বছর দেশের প্রথম মহিলা পাইলট হিসেবে রাফাল যুদ্ধবিমান ওড়ান ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং। এর আগে মিগ-২১ বাইসন উড়িয়েছেন শিবাঙ্গী। দেশের সবচেয়ে পুরনো যুদ্ধবিমান থেকে একেবারে নবতম যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা হয় তাঁর।
আরও পড়ুন: জেলার সব অ্যাম্বুলেন্সেই অক্সিজেনের ব্যবস্থা, করোনা পরিস্থিতিতে পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
বর্তমানে রাফাল ওড়ানোর প্রশিক্ষণ চলছে বারাণসীর শিবাঙ্গী সিং-এর। প্রশিক্ষণ শেষে পঞ্জাবের আম্বালা এয়ারবেসে রাফাল ওড়ানোর জন্য নির্দিষ্ট ভারতীয় বিমান বাহিনীর গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনে যোগ দেবেন তিনি। যেহেতু এতদিন মিগ-২১ ওড়াতেন তিনি, তাই এবার রাফাল ওড়ানোর আগে ভারতীয় বায়ুসেনার নিয়ম মেনে একটি নির্দিষ্ট প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। মোহনা সিংহ, আভানি চতুর্বেদী ও ভাবনা কান্থ। ভারতীয় বায়ুসেনায় যুদ্ধবিমানের প্রথম তিন মহিলা পাইলট।