Kashmir Infiltration: নিয়ন্ত্রণরেখায় পাক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল ভারতীয় সেনা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 23, 2022 | 10:40 AM

Illegal Infiltration: সেনা আধিকারিকরা জানিয়েছেন, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে আসা সন্দেহভাজন জঙ্গিদের একটি দল নৌসেরার পুখারনি গ্রামে লুকিয়ে পড়ার চেষ্টা করেছিল।

Kashmir Infiltration: নিয়ন্ত্রণরেখায় পাক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল ভারতীয় সেনা
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

জম্মু: জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানি জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের ছক বানচাল করল সেনাবাহিনী, মঙ্গলবার এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র। সোমবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করা গিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করার পর সেই অঞ্চলে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এর বেশি অন্য কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

সেনা আধিকারিকরা জানিয়েছেন, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে আসা সন্দেহভাজন জঙ্গিদের একটি দল নৌসেরার পুখারনি গ্রামে লুকিয়ে পড়ার চেষ্টা করেছিল। সোমবার এক জঙ্গি ভুলবশত মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা দিয়ে ফেলে এবং রাত ১০টা নাগাদ সেখানে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর জওয়ানরা সতর্ক হয়ে এলাকাটিকে ঘিরে ফেলে। আজ সকালে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

রবিরার উচ্চ প্রশিক্ষিত লস্কর-ই-তৈবা জঙ্গি তাবারক হুসেনকে আহত অবস্থায় গ্রেফতারির পর নৌসেরা সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানি সেনার গোয়েন্দা বিভাগে ওই জঙ্গি কর্মরত ছিল বলেই জানা গিয়েছিল। ৩২ বছর বয়সী ওই জঙ্গি পাক অধীকৃত কাশ্মীরে সবজকোট গ্রামে কর্মরত ছিল। রবিবার তাঁকে দ্বিতীয়বারের জন্য গ্রেফতার হয়েছিল।

Next Article