শ্রীনগর: ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। সেনা-জঙ্গির মধ্যে শুরু গুলির লড়াই। বুধবার জম্মু-কাশ্মীরের ডোডায় এনকাউন্টার শুরু হয়। সংঘর্ষে এক সেনা আধিকারিক শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও এক নাগরিক। জঙ্গিদের ধরতে এখনও অভিযান জারি রয়েছে। সূত্রের খবর, এনকাউন্টারে এক জঙ্গি আহত হয়েছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের ডোডা জেলার আসার এলাকায় জঙ্গিদের ধরতে অভিযান শুরু করে। গোপন সূত্রে খবর মিলেছিল, ডোডার শিবগড়-আসার বেল্টে, জঙ্গলে লুকিয়ে রয়েছে চার জঙ্গি। যুগ্ম অভিযান শুরু হয়।
মঙ্গলবার বিকেলেই সেনার কাছে গোপন সূত্রে খবর মিলেছিল। এরপর এ দিন ভোর থেকে শুরু হওয়া অভিযানে নিরাপত্তা বাহিনী একটি এম-৪ অ্যাসাল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। আমেরিকায় তৈরি এই রাইফেল। এছাড়া চারটি রক্তাক্ত রুকস্যাক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে অনেক নথিপত্র মিলেছে।
স্বাধীনতা দিবসের আগেই উপত্যকায় এই সন্ত্রাসবাদী হামলায় উদ্বেগ বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেছেন।
প্রসঙ্গত, সম্প্রতিই জম্মু-কাশ্মীরের দক্ষিণ অঞ্চলে, মূলত পীর পাঞ্জাল রেঞ্জে জঙ্গি গতিবিধি বৃদ্ধি পেয়েছে।