শ্রীনগর: ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। ফের আক্রান্ত ভারতীয় সেনার গাড়ি। সোমবার (৮ জুলাই), সকালে জম্মুর কাঠুয়া জেলায় সেনার একটি গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা অতর্কিতে গ্রেনেড ও গুলি ছুড়তে শুরু করে বলে জানা গিয়েছে। পাল্টা জবাব দিতে শুরু করে সেনাও। এই ঘটনায় চার সেনা কর্মী শহিদ হয়েছেন এবং আরও ছয় সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই এলাকাটি ভারতীয় সেনাবাহিনীর ৯ কর্পসের আওতায় পড়ে। জানা গিয়েছে, লোই মারাদ গ্রামের কাছে সেনার গাড়িতে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। এরপরই, ভারতীয় সেনাবাহিনী ওই এলাকাটি ঘিরে সেখানে তল্লাশি অভিযান শুরু করে।
কাঠুয়ার হামলার খবর পেয়েই জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। আশেপাশের সংযোগ রাস্তাগুলির সেনা চৌকিগুলিকেও সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, একদিন আগেই জম্মু কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সেনা শিবিরে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। ওই হামলায় এক জওয়ান আহত হয়েছিলেন। সেনা শিবির লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা। শিবিরে মজুদ সেনা সদস্যরাও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছিল। গুলির লড়াই চলাকালীনই ওই সেনাসদস্য আহত হন। অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা। ওই একই দল এদিন হামলা চালাল কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরে উত্তেজনা ফের বেড়েছে। প্রতিদিনই প্রায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর আসছে। ৪৮ ঘণ্টা আগে এই কাঠুয়া জেলাতেই সেনার উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। এর আগে কাশ্মীর উপত্যকাতেই হামলা চালাত জঙ্গিরা। তবে, চলতি বছরের শুরু থেকেই জম্মুর বিভিন্ন জেলায় জঙ্গি হামলা হয়ে চলেছে। মনে করা হচ্ছে, জম্মুকেই নয়া নিশানা করেছে জঙ্গিরা।