ইটানগর: চিনের নাকের ডগায় গেরুয়া ঝড়। লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোটের ভোটগ্রহণ করা হয়েছিল চার রাজ্যে। এর মধ্যে, রবিবার (২ জুন), ফল বেড়িয়েছে উত্তর-পূর্বের দুই রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের। যে অরুণাচল প্রদেশকে নিজেদের এলাকা বলে দাবি করে চিন, প্রায়শই যে রাজ্যের বিভিন্ন এলাকার নাম বদলে দিতে চায় বেজিং, সেই অরুণাচল প্রদেশে দেখা গেল বিজেপির জয়-জয়কার। রাজ্য বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৪৬টিতেই জয়ী হলেন গেরুয়া শিবিরের প্রার্থীরা।
অরুণাচলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত আগেই ছিল। এদিন ফল প্রকাশের শুরু থেকেই স্পষ্ট হয়ে যায়, উত্তর-পূর্বের এই রাজ্যে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি। গত ১৯ এপ্রিল, ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৫০ আসনে ভোট গ্রহণ করা হয়েছিল। বিধানসভার বাকি ১০টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছেন।
#WATCH | Firecrackers being burst by BJP workers outside the party office in Itanagar as the party is set to return to power in Arunachal Pradesh
The ruling BJP crossed the halfway mark; won 15 seats leading on 31. National People’s Party is leading on 6 seats. The majority… pic.twitter.com/jOZZctluax
— ANI (@ANI) June 2, 2024
এদিন, ২৭টি আসনে ইতিমধ্যেই বিজেপিকে জয়ী ঘোষণা করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, আরও আটটি আসনে অনেক এগিয়ে আছেন বিজেপি প্রার্থীরা। জয় একেবারে নিশ্চিত। কাজেই, ৬০ আসনের বিধানসভায় ৪৪টি আসনে জয়ী হতে চলেছে বিজেপি। ২০১৯ সালে ৬০ আসনের মধ্যে ৪১টি আসনে জিতেছিল গেরুয়া শিবির।
Counting of votes for the Arunachal Pradesh Assembly Elections concludes; BJP sweeps the elections, bags 46 seats out of 60 Assembly seats.
National People’s Party – NPEP gets 5 seats. Nationalist Congress Party – NCP gets 3 seats, People’s Party of Arunachal – PPA gets 2… pic.twitter.com/knXckEOnYM
— ANI (@ANI) June 2, 2024
এছাড়া এবারের নির্বাচনে তিনটি আসনে জয় পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি। আরও তিনটি আসনে জয়ের বিষয়ে এগিয়ে রয়েছে তারা। অরুণাচলের পিপলস পার্টি জিতেছে দুটি আসন, এনসিপি জিতেছে একটি আসন। একটি করে আসনে এগিয়ে আছেন কংগ্রেস ও একজন নির্দল প্রার্থী।
Thank you Arunachal Pradesh! The people of this wonderful state have given an unequivocal mandate to politics of development. My gratitude to them for reposing their faith in @BJP4Arunachal yet again. Our Party will keep working with even greater vigour for the state’s growth.
— Narendra Modi (@narendramodi) June 2, 2024
এই বিপুল জয়ের প্রেক্ষিতে অরুণাচল প্রদেশের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ধন্যবাদ অরুণাচল প্রদেশ! এই বিস্ময়কর রাজ্যের মানুষ দ্ব্যর্থহীনভাবে উন্নয়নের রাজনীতির পক্ষে মতদান করেছেন। বিজেপির অরুণাচল সাখার প্রতি তাদের বিশ্বাস বজায় রাখার জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের পার্টি রাজ্যের উন্নতির জন্য আরও বেশি প্রাণশক্তি নিয়ে কাজ করে যাবে।”