Arvind Kejriwal: ‘সাভারকর কি অওলত’! সিবিআই তদন্তে ‘চক্রান্তে’র গন্ধে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন কেজরীবাল

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 22, 2022 | 2:39 PM

Arvind Kejriwal: শুক্রবার (২২ জুলাই) দিল্লির নয়া লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা দিল্লি সরকারের নয়া আবগারি নীতির বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করার পরই কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Arvind Kejriwal: সাভারকর কি অওলত! সিবিআই তদন্তে চক্রান্তের গন্ধে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন কেজরীবাল
অরবিন্দ কেজরিওয়াল

Follow Us

নয়া দিল্লি: ‘আপ জেলকে ভয় পায় না’! শুক্রবার (২২ জুলাই) দিল্লির নয়া লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা দিল্লি সরকারের নয়া আবগারি নীতির বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করার পরই গর্জে উঠলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর দাবি, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট আপ নেতা মণীশ সিসোদিয়াকে ‘মিথ্যা মামলায়’ ফাঁসিয়ে গ্রেফতারির ষড়যন্ত্র করছে কেন্দ্র। অরবিন্দ কেজরীবাল বলেছেন, ‘আমি জানি তাঁকে (মণীশ সিসোদিয়া) শীঘ্রই গ্রেফতার করা হবে। আমি কয়েক মাস আগে থেকেই জানতাম। দেশে এখন একটি নতুন ব্যবস্থা রয়েছে। তারা সিদ্ধান্ত নেয় কাকে কাকে কারাগারে পাঠাবে। তারপর একটি সাজানো মামলা পেশ করা হবে।’

মনীশ সিসোদিয়ার পক্ষে আপ যে সর্বশক্তি নিয়ে দাঁড়াবে তাও স্পষ্ট করে দিয়েছেন কেজরীবাল। তিনি বলেন, ‘পুরো মামলাটি মিথ্যা। গত ২২ বছর ধরে আমি সিসোদিয়াকে চিনি। তিনি সৎ। তিনি যখন মন্ত্রী হন, তখন দিল্লির সরকারি স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তিনি দিনরাত পরিশ্রম করে তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, যেখানে আজ একজন বিচারপতির সন্তান এবং একজন রিকশাচালকের সন্তান একসঙ্গে বসে পড়াশুনা করে।’

আপ প্রধানের আরও অভিযোগ, জাতীয় স্তরে আপের উত্থানে ভীত হয়েই কেন্দ্রের বিজেপি সরকার, মিথ্যা মামলার জালে ফাসাতে চাইছে আম আদমি পার্টির নেতাদের। বিজেপি নেতাদের তিনি সাভারকরের সন্তান বলেও আক্রমণ করেন। কেজরীবাল বলেন, ‘আপনারা সাভারকারের সন্তান, যে ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিল। আমরা ভগৎ সিং-এর অনুগামী, যিনি বিদেশী শক্তির সামনে মাথা নত করার পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছিলেন। আপনাদের জানা উচিত যে আমরা আপনাদের মতো কারাগারকে ভয় পাই না, ফাঁসিকেও ভয় পাই না। ওরা আমাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেছে। পঞ্জাবে জয়ের পর থেকে আপের ক্রমে শক্তি বৃদ্ধি হচ্ছে। ওরা আমাদের জাতীয় স্তরে উত্থান দেখতে পারছে না। তাই এই ধরনের ব্যবস্থা অবলম্বন করছে। কিন্তু কিছুতেই আমাদের থামানো যাবে না।’


এর আগে, দলের প্রধান মুখপাত্র সৌরভ ভরদ্বাজও দাবি করেন, পঞ্জাবে আম আদমি পার্টির দুর্দান্ত জয়ের পর থেকে কেজরীবালকে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই আপের উত্থান ঠেকাতে, কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে দিল্লি সরকারের প্রতিটি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করানো হবে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে দিল্লির মুখ্য সচিব কেন্দ্রের কাছে যে রিপোর্ট দাখিল করেছেন, তাতে দিল্লি সরকারের নয়া আবগারি নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। নয়া নীতিতে, ব্যবসায়িক লেনদেন বিধি, দিল্লি আবগারি আইন-সহ বেশ কিছু আইন ও বিধির লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আবগারি মন্ত্রী বিধিবদ্ধ বিধান লঙ্ঘন করে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কার্যকর করে মদ ব্যবসায়ীদের অযথা আর্থিক সুবিধা করে দিয়েছেন। ফলে রাজকোষের বিশাল ক্ষতি হয়েছে বলে, জানানো হয়েছে রিপোর্টে।

Next Article