দিল্লির মন্ত্রী রাজ কুমার আনন্দের বাড়িতে ইডি-র তল্লাশি।
নয়া দিল্লি: ইডির কড়া নজরে কেজরীবাল। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)-কে আজ আবগারি নীতি দুর্নীতি মামলায় জেরার জন্য তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আজ সকাল ১১টায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরীবালের। সূত্রের খবর, হাজিরা দেবেন না কেজরীবাল। এদিকে, ইডির সমনের পরই আপের তরফে শঙ্কা প্রকাশ করা হয়েছে যে আজ হাজিরা দিলেই গ্রেফতার করা হবে অরবিন্দ কেজরীবালকে। ইতিমধ্যেই তাঁরা বিক্ষোভের পরিকল্পনাও করে রেখেছে।
আবগারি নীতি দুর্নীতি ও কেজরীবাল যোগ-
- অরবিন্দ কেজরীবাল ইডি হাজিরা না দেওয়ার কথা জানাতেই দিল্লির আরেক মন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি। এবার দিল্লির সামাজিক কল্যাণ মন্ত্রী রাজ কুমার আনন্দের বাড়িতে তল্লাশি অভিযান চালাল ইডি। অর্থ তছরুপের মামলাতেই আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়।
- ইডিকে চিঠি লিখে সমন ফেরাতে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আজ সকাল ১১টায় ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা তাঁর। তবে হাজিরা দেবেন না কেজরীবাল।
- জানা গিয়েছে, ইডির দফতরে হাজিরা দেওয়ার বদলে তিনি মধ্য প্রদেশের সিঙ্গাউলিতে পথসভা করবেন তিনি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও থাকবেন তাঁর সঙ্গে।
- ইডিকে পাঠানো চিঠিতে আপ সুপ্রিমো লিখেছেন, ইডির এই নোটিস রাজনৈতিক বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অবিলম্বে যেন এই নোটিস ফিরিয়ে নেওয়া হয়।
- দিল্লির আবগারি নীতি দুর্নীতির তদন্ত করছে দুই কেন্দ্রীয় সংস্থা-ইডি ও সিবিআই। গত এপ্রিল মাসেই দিল্লির মুখ্যমন্ত্রীকে এই মামলায় জেরা করে সিবিআই। এবার কেজরীবালকে সমন পাঠাল ইডি-ও। আবগারী নীতি দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর যোগ খতিয়ে দেখা হবে।
- আবগারী নীতি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কেজরীবালের ডান হাত তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়া। জেলে রয়েছেন আরেক আপ নেতা সঞ্জয় সিং-ও।
- চলতি সপ্তাহের গোড়াতেই সুপ্রিম কোর্ট মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করে দেয়। বিচারপতির বেঞ্চের তরফে জানানো হয়, মণীশ সিসোদিয়ার সঙ্গে ৩৩৮ কোটির আর্থিক যোগসূত্রের হদিস মিলেছে।
- মণীশের জামিনের আবেদন খারিজ হওয়ার পরই সমন পাঠানো হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে।
- আপের আশঙ্কা, আজই গ্রেফতার করা হতে পারে অরবিন্দ কেজরীবালকে। বিরোধীদের কণ্ঠরোধের জন্য কেন্দ্রের শাসক দল বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বলে অভিযোগ।
- আপ নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, কেজরীবালকে যদি গ্রেফতার করা হয়, তবে জেল থেকেই সরকার ও দল পরিচালিত হবে।
- দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশেই দিল্লির আবগারি নীতি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সিবিআইয়ের দাবি, কেজরীবাল সরকার নতুন আবগারি নীতি এমনভাবেই তৈরি করেছিল, যাতে নির্দিষ্ট কিছু বেসরকারি সংস্থা তাতে উপকৃত হয়। এই নীতি তৈরিতেও মদ প্রস্তুতকারক সংস্থাগুলি জড়িত ছিল। এই নীতিতে মদ প্রস্তুতকারক সংস্থাগুলি ১২ শতাংশ লাভবান হত। এর বদলে আর্থিক সুবিধা পেত আম আদমি পার্টি। এই আবগারি নীতি ঘিরেই আর্থিক দুর্নীতির দিকটি তদন্ত করছে ইডি।