Arvind Kejriwal On Gujarat Election : মোদী গড়ে শহর দখলের চ্যালেঞ্জ কেজরীবালের, জানালেন হিসেবও

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 03, 2022 | 2:23 PM

Arvind Kejriwal On Gujarat Election : রাজকোটে একটি সাংবাদিক সম্মেলনে আপ প্রধান বলেন, 'মনোজ সোরাথিয়ার উপর হামলার কথা জানতে পেরে গুজরাটের ৬ কোটি মানুষ ক্ষুব্ধ।' এছাড়াও তিনি দাবি করেছেন, সুরাটে ১২ টি আসনের মধ্যে ৭ টি আসন পাবে আপ।

Arvind Kejriwal On Gujarat Election : মোদী গড়ে শহর দখলের চ্যালেঞ্জ কেজরীবালের, জানালেন হিসেবও
ছবি সৌজন্য়ে : PTI

Follow Us

আহমেদাবাদ : এই বছরের শেষের দিকেই বিধানসভা নির্বাচন মোদী-শাহের রাজ্যে। মোদীর রাজ্যে থাবা বসাতে অনেকদিন আগেই প্রস্তুতি শুরু করেছে আম আদমি পার্টি। পঞ্জাবে জয়ের পর আত্মবিশ্বাসে ভর করে ধীরে ধীরে দেশের একাধিক রাজ্য়ে নিজেদের সংগঠন ছড়িয়ে দিচ্ছে কেজরীবালের দল। গুজরাটে ভোটের আগে সব রাজনৈতিক দলই নিজেদের ময়দান গড়ে পিটে নিতে কোমর বেঁধেছে। এই আবহে নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শনিবারে মোদী রাজ্য়ে পা রেখে কেজরীবাল বলেছেন, সুরাটে ১২ টি আসনের মধ্যে ৭ টি আসন জিতবে আপ। তাঁর আরও দাবি, মানুষ বিজেপির উপর রেগে আছে। এই প্রসঙ্গে তিনি সম্প্রতি আপ নেতার উপর হামলার উল্লেখ করে বলেন, বিজেপির ক্রমবর্ধমান গুন্ডামিতে লোকেরা ক্ষুব্ধ।

রাজকোটে একটি সাংবাদিক সম্মেলনে আপ প্রধান বলেন, ‘মনোজ সোরাথিয়ার উপর হামলার কথা জানতে পেরে গুজরাটের ৬ কোটি মানুষ ক্ষুব্ধ। ভগবানের সামনে তারা ওঁর মাথা ফাটিয়ে দিয়েছে। এটা আমাদের দেশের সংস্কৃতি নয়। এটা হিন্দু সংস্কৃতি নয়। গুজরাটের সংস্কৃতি এটা নয়।’ তাঁর আরও সংযোজন, ‘এই হামলার পর থেকেই সুরাটের লোকজন খুব রেগে গিয়েছেন।’ তিনি দাবি করেন সুরাটে একটি সমীক্ষা চালিয়েছে আপ। কেজরী বলেন, ‘সমীক্ষায় দেখা গিয়েছে, সুরাটে ১২ টির মধ্যে ৭ টি আসনই আপ পাবে।’ আগামী নির্বাচনে আপের ভবিষ্যদ্বাণী করার পাশাপাশি তিনি বিজেপিকে তোপও দাগেন।

আপ নেতা সোরাথিয়ার উপর আক্রমণকে উল্লেখ করে তিনি বলেন,’যখন কেউ হেরে যায় তখন এই ধরনের আক্রমণ করে থাকেন। নিজেদের পরাজয়ের কথা ভেবে উদ্বিগ্ন বিজেপি। আমি তাদের বলতে চাই এখনও পর্যন্ত আপনারা কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করছিলেন। কিন্তু আমরা কংগ্রেস নেই। আমরা সর্দার প্যাটেল ও ভগৎ সিংয়ে বিশ্বাস করি। আমরা ভয় পাই না। আমরা লড়াই করব।’ তিনি বিজেপির বিরুদ্ধে আরও অভিযোগ তুলে বলেন, ‘তাঁরা সংবাদ মাধ্যমকে আপের লোকদের সঙ্গে কথা বলতে বারণ করেছেন। তাঁদের কোনও বিতর্কে ডাকতে নিষেধ করা হয়েছে। তাই আমি সবাইকে সোশ্যাল মিডিয়ায় সরব হতে বলছি।’ প্রসঙ্গত, গুজরাটে ভোটের দামামা যেন বেজে উঠেছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার গুজরাট সফরে গিয়ে এসেছেন কেজরীবাল। তাঁর ঘন ঘন গুজরাট সফর থেকে একটি বার্তা স্পষ্ট যে কেজরীবালের টু-ডু লিস্টে পঞ্জাবের পরই রয়েছে গুজরাটের নাম।

Next Article