NITI Aayog: নীতি আয়োগের স্থায়ী সদস্য হলেন মনমোহন সরকারের আমলা, ‘গ্রিন সিগন্যাল’ নমোর

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Nov 16, 2022 | 5:31 PM

NITI Aayog: মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের জমানায় ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অর্থমন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন ড. অরবিন্দ ভিরমানি। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক অর্থনীতির উপর বেশ কয়েকটি বই লিখেছেন প্রবীণ এই অর্থনীতিবিদ।

NITI Aayog: নীতি আয়োগের স্থায়ী সদস্য হলেন মনমোহন সরকারের আমলা, ‘গ্রিন সিগন্যাল’ নমোর
অরবিন্দ ভিরমানি

Follow Us

নয়া দিল্লি: আরও এক স্থায়ী সদস্য পেল নীতি আয়োগ (NITI Aayog)। প্রবীণ অর্থনীতিবিদ তথা পরিকল্পনা কমিশনের প্রাক্তন মুখ্য উপদেষ্টা ড. অরবিন্দ ভিরমানি (Arvind Virmani) নীতি আয়োগের স্থায়ী সদস্য হিসাবে নিযুক্ত হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নীতি আয়োগের স্থায়ী সদস্য হিসাবে ইউপিএ সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড. অরবিন্দ ভিরমানিকে অনুমোদন দেন। বুধবার দুপুরে কেন্দ্রীয় সরকারের তরফে একথা ঘোষণা করা হয়। ফলে বর্তমানে নীতি আয়োগের স্থায়ী সদস্য সংখ্যা হল চার।

জানা গিয়েছে, নীতি আয়োগের স্থায়ী সদস্য হিসাবে ড. অরবিন্দ ভিরমানির নাম সুপারিশ করে মন্ত্রিসভার সচিবালয় থেকে নোটিস জারি করা হয় গত ১৫ নভেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই সুপারিশে অনুমোদন দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের সঙ্গে সঙ্গেই নীতি আয়োগের স্থায়ী সদস্য হলেন ড. অরবিন্দ ভিরমানি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগের সরকারের প্রধান থিঙ্ক ট্যাঙ্কের তিন সদস্য ছিলেন, ড. ভি.কে সারস্বত, অধ্যাপক রমেশ চাঁদ এবং ড. ভি.কে পল। এবার এই তালিকায় যুক্ত হলেন ড. অরবিন্দ ভিরমানি।

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কল্যাণের জন্য অলাভজনক বেসরকারি সংগঠনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ড. অরবিন্দ ভিরমানি। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের জমানায় ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অর্থমন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন পি. চিদম্বরম। চিদম্বরম অর্থমন্ত্রক থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করার পর প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন ড. ভিরমানি। এছাড়া ইউপিএ সরকারের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন ড. ভিরমানি। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক নীতি টেকনিক্যাল অ্যাডভাইসারি কমিটির সদস্য ছিলেন তিনি। পরিকল্পনা কমিশনেরও মুখ্য উপদেষ্টা ছিলেন ভিরমানি। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার (আইএমএফ)-এ ভারতীয় প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভাড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করা অরবিন্দ ভিরমানি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)-এর কার্যনির্বাহী অধিকর্তা ছিলেন। ওয়াশিংটন ডিসি-তে আইএমএফ-এর অধিকর্তা থাকাকালীন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটানের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক অর্থনীতির উপর বেশ কয়েকটি বই লিখেছেন প্রবীণ অর্থনীতিবিদ। সেগুলি হল- ‘The Sudoku of India’s Growth’, ‘From Uni-polar To Tri polar World: Multi-polar Transition Paradox’, ‘and Accelerating Growth and Poverty Reduction- A Policy Framework for India’s Development’ ইত্যাদি।

Next Article