Bengaluru Rain: বৃষ্টিতে বদলে গেল বেঙ্গালুরু! ট্রাক্টরে চেপে অফিসে যাচ্ছেন কর্মীরা, নৌকোয় আসছে খাবার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 07, 2022 | 12:43 PM

Bengaluru Rain: গত সপ্তাহের শেষভাগ থেকে বৃষ্টিপাত শুরু হলেও বিগত দুই দিন ধরে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে ১৫০ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে।

Bengaluru Rain: বৃষ্টিতে বদলে গেল বেঙ্গালুরু! ট্রাক্টরে চেপে অফিসে যাচ্ছেন কর্মীরা, নৌকোয় আসছে খাবার
বৃষ্টির জলে ডুবে গিয়েছে গাড়ি।

Follow Us

বেঙ্গালুরু: একটানা বৃষ্টিতে ভাসছে কর্নাটক। বিগত তিনদিন ধরেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেঙ্গালুরু সহ গোটা কর্নাটকেই।জল জমে রয়েছে শহরজুড়ে, ডুবে গিয়েছে রাস্তাঘাট-ঘরবাড়ি। জল বের করার জন্য যথাযথ নিকাশি  ব্যবস্থা নেই বলেই অভিযোগ। বেহাল পরিস্থিতিতে ও পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে আজ বেঙ্গালুরুর অধিকাংশ স্কুলেই ছুটি ঘোষণা করা হয়েছে।

লাগাতার বৃষ্টির জেরে দেশের আইটি হাব জলে ডুবে যেতেই দৈনিক কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে। এই সমস্যার সমাধানের জন্য আজই জরুরি বৈঠকেকরর ডাক দিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী ডঃ অশ্বত নারায়ণ। সূত্রের খবর, আজ বিকেল ৫টায় তিনি বিধানসভায় তথ্য প্রযুক্তি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তথ্য় প্রযুক্তি সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বৃষ্টির কারণে যাতায়াতে ব্যাপক সমস্যা হলেও, কাজে খুব একটা প্রভাব পড়েনি। তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের হাইব্রিড মোডে কাজ করার কথা বলা হয়েছে। যারা অনেক দূরে থাকেন বা যাদের লোকালয় জলমগ্ন, তাদের বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহের শেষভাগ থেকে বৃষ্টিপাত শুরু হলেও বিগত দুই দিন ধরে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে ১৫০ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর জেরেই তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলি থেকে স্থানীয় আবাসিক অঞ্চল, সমস্ত জায়গাতেই জল জমেছে। জমা জলে যাতে বিপদ না ঘটে, তার জন্য বিদ্য়ুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছে। বাসিন্দারা যাতায়াতের জন্য ট্রাক্টর ব্যবহার করছেন।

ইতিমধ্যেই প্লাবিত এলাকাগুলি থেকে বাসিন্দাদের উদ্ধার কাজ শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। নৌকায় করে জলে নিমজ্জিত বাড়ি থেকে বাসিন্দাদের উদ্ধার করে আনা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির জেরে প্রভাবিত হয়েছে উড়ান চলাচলও। বেঙ্গালুরুর কেম্পোগৌড়া বিমানবন্দরের একাধিক বিমান বাতিল করা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, অপরিকল্পিত নগরোন্নয়নের জন্যই শহরের নিকাশি অবস্থার এই বেহাল দশা। বেঙ্গালুরু পুরসভার তরফে জানানো হয়েছে, প্রায় ৫০০টিরও বেশি স্টর্ম ওয়াটার ড্রেন, যা এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্যই তৈরি করা হয়েছিল, তা বন্ধ করে সেই জমি জবরদখল করে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই রাজ্যের এই বন্যা পরিস্থিতির জন্য পূর্ববর্তী কংগ্রেস সরকারকেই দোষারোপ করেছেন। বিজেপি সরকারই ক্ষমতায় এসে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য।

Next Article