Garlic: রসুনের চড়া দামেও চিন্তায় কৃষকরা, পাহারা দিতে বসাচ্ছেন সিসিটিভি!
Farmers: রসুনের দাম বাড়তেই চিন্তায় ঘুম উড়েছে কৃষকদের। বাজারে যাওয়ার আগে ক্ষেত থেকেই চুরি হয়ে যাচ্ছে রসুন। এই চুরি রুখতেই এবার কৃষকদের বড় পদক্ষেপ। ক্ষেতের চারিদিকে লাগালেন সিসিটিভি। মধ্য প্রদেশের চিঞ্চওয়াড়ার কৃষকরা এই পন্থাই বের করেছেন রসুন চুরি আটকাতে।
মুম্বই: একসময়ে কাঁদাচ্ছিল পেয়াজের দাম। এখন পাতে ব্রাত্য রসুন। কেজি দর ৫০০ টাকায় পৌঁছতেই অনেকে নিরামিষাশী হয়ে যাওয়ার কথা ভাবছেন। একদিকে যেখানে রসুনের দাম চোখে জল আনছে নিম্নবিত্ত-মধ্যবিত্তদেরই, সেখানে খুশি কৃষকরা। তবে চড়া দাম নিয়ে শুধু আনন্দ নয়, চিন্তাও বেড়েছে। রাতের অন্ধকারে যদি ফসল চুরি যায়! এই ভয়েই এখন চাষের ক্ষেতে লাগানো হচ্ছে সিসিটিভি। ২৪ ঘণ্টা কড়া নজরদারি চলছে যাতে একটা রসুনও চুরি না যায়!
রসুনের দাম বাড়তেই চিন্তায় ঘুম উড়েছে কৃষকদের। বাজারে যাওয়ার আগে ক্ষেত থেকেই চুরি হয়ে যাচ্ছে রসুন। এই চুরি রুখতেই এবার কৃষকদের বড় পদক্ষেপ। ক্ষেতের চারিদিকে লাগালেন সিসিটিভি। মধ্য প্রদেশের চিঞ্চওয়াড়ার কৃষকরা এই পন্থাই বের করেছেন রসুন চুরি আটকাতে।
বাদনুর গ্রামের বাসিন্দা রাহুল দেশমুখ পেশায় রসুন চাষি। তিনিও নিজের চাষের জমিতে সিসিটিভি বসিয়েছেন। রাহুল বলেন, “এর আগে এক চোর ক্ষেত থেকে ৮-১০ কেজি রসুন চুরি করে নিয়ে গিয়েছিল। পরে পুলিশ ওই চোরকে ধরে। এরপর থেকেই সতর্ক থাকতে আমি ক্ষেতের চারিদিকে সিসিটিভি বসিয়েছি।”
রাহুল জানিয়েছেন, ১৩ একর জমিতে রসুন চাষ করছেন তিনি। এর জন্য ২৫ লক্ষ টাকা খরচ করেছেন। তবে রসুনের দাম বাড়তেই সুদে-আসলে চারগুণ অর্থ উপার্জন করেছেন তিনি। এখনও অবধি ১ কোটি টাকারও বেশি উপার্জন করেছেন রসুন বিক্রি করে। এখনও অনেকটা চাষ বাকি। তাই ৪ একর জমিতে মোট ৩টি সিসিটিভি বসিয়েছেন তিনি।
রসুন চাষিরা জানিয়েছেন, আগে যেখানে কেজি প্রতি রসুনের দাম সর্বাধিক ৮০ টাকা থাকত, তা বর্তমানে ৩০০ থেকে ৫০০ টাকায় পৌঁছেছে।