Indo-Bangladesh Border Fencing: নেই কাঁটাতার, ভারত-বাংলাদেশ সীমান্তে কতটা জায়গা ‘গড়ের মাঠ’?

Indo-Bangladesh Border Fencing: কী ভাবে, কোন পথেই বা ঘটছে অনুপ্রবেশ? কেনই বা ধরা পড়ছে না সেনার চোখে? এখানেও কি রয়েছে কোনও চোরাগোপ্তা সুড়ঙ্গ?

Indo-Bangladesh Border Fencing: নেই কাঁটাতার, ভারত-বাংলাদেশ সীমান্তে কতটা জায়গা গড়ের মাঠ?

Dec 03, 2024 | 11:11 PM

স্বাধীনতার সময় থেকে শুরু। যখনই অশান্ত হয়েছে বাংলাদেশ, দলে দলে মানুষ ছুটে এসেছে এপারে। স্বাধীনতার ৭৭ বছর পরেও যে চিত্রটা একই রয়ে গিয়েছে। ১৯৪৭ সালে স্বাধীনতার সময় একঝাঁক হিন্দু চলে এসেছিল এই দেশে। কিন্তু এখানেই শেষ নয়, ১৯৭১ তপ্ত সময়ে কাঁটাতারের বেড়া টপকে বহু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ভারতে। ২০১৮-১৯ সাল নাগাদ যখন জ্বলছে মায়ানমার, আরাকান প্রদেশ থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে এসেছেন রোহিঙ্গারা। মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে অনুপ্রবেশ ঘটেছে ভারতে। হালে অগস্ট মাসে শেখ হাসিনার দেশ ছাড়ার পরেই ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। তারপরেই বাড়ে অনুপ্রবেশের ঘটনাও। যা সম্প্রতি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পরে আবার নতুন করে ভাবাচ্ছে সরকারকে। কিন্তু অনুপ্রবেশের ঘটনা কি কেবল উপরোক্ত ঘটনার সময়ে হয়েছে? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন