Ashok Chavan: কংগ্রেস ছাড়ার পরদিনই বিজেপির ঘরে অশোক, হচ্ছেন রাজ্যসভার সাংসদ

Feb 13, 2024 | 2:43 PM

Ashok Chavan joins BJP: সোমবারই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন অশোক চভন। প্রদেশ কংগ্রেসের বেশ কিছু সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট ছিলেন বলে জানা গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন এবং মহারাষ্ট্রধানসভা নির্বাচনের আগে, এই প্রভাবশালী মারাঠা নেতার দল পরিবর্তন, কংগ্রেস তথা মহা বিকাশ আগাড়ি সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Ashok Chavan: কংগ্রেস ছাড়ার পরদিনই বিজেপির ঘরে অশোক, হচ্ছেন রাজ্যসভার সাংসদ
বিজেপিতে যোগ দেওয়ার পথে অশোক চভন
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: প্রত্যাশা মতোই, কংগ্রেস ছাড়ার একদিন পরই বিজেপিতে যোগ দিলেন অশোক চভন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি), মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গেরুয়া শিবিরে স্বাগত জানালেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। দেবেন্দ্র ফড়ণবীস বলেছেন, সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা “রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে চান। আর তাই তিনি বিজেপিতে যোগ দিলেন।” সোমবারই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন অশোক চভন। প্রদেশ কংগ্রেসের বেশ কিছু সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট ছিলেন বলে জানা গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে, এই প্রভাবশালী মারাঠা নেতার দল পরিবর্তন, কংগ্রেস তথা মহা বিকাশ আগাড়ি সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সোমবার, কংগ্রেস ছাড়ার পর, অশোক চভন বলেছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি মনস্থির করতে পারেননি। এক-দুদিন ভেবে জানাবেন। এদিন, বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘণ্টা খানেক আগেই তিনি জানান, গেরুয়া শিবিরেই যোগ দিতে যাচ্ছেন। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আজ থেকে আমি বিজেপির হয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে চলেছি।” এরপরই, রাজ্য বিজেপি শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে বিজেপির মুম্বইয়ের কার্যালয়ে তিনি বিজেপিতে যোগ দেন। সূত্রের খবর আগামী কাল, অর্থাৎ, ১৪ ফেব্রুয়ারি, অশোক চভন বিজেপির হয়ে রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন। ১৪ ফেব্রুয়ারিই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।


কংগ্রেস দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল অশোক চভনের। মূলত, সেই কারণেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। প্রকাশ্যে অবশ্য অশোক চভন জানিয়েছেন, লোকসভা ভোটের মাত্র কয়েক মাস বাকি। এখনও মহা বিকাশ আগাড়ি জোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করা যায়নি। এই দেরির জন্য তিনি ক্ষুব্ধ। মুম্বইয়ের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম জানিয়েছেন, মহারাষ্ট্রের এক কংগ্রেস নেতার কাজের ধরন নিয়ে বিরক্ত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে, কোনও নেতার নাম বলেননি সঞ্জয়। তিনি জানিয়েছেন, ওই নেতার বিরুদ্ধেল অভিযোগ নিয়ে অশোক চভান কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছেও গিয়েছিলেন। কিন্তু, তাঁর অভিযোগকে গুরুত্ব সহকারে নেওয়া হয়নি। না-হলে দল ছাড়তেন না অশোক চভন।

এদিকে, অশোক চভনকে কটাক্ষ করা শুরু করে দিয়েছেন কংগ্রেস নেতারা। জয়রাম রমেশ উল্লেখ করেছেন ‘বিজেপি ওয়াশিং মেশিন’-এর কথা। তাঁর বিরুদ্ধে হওয়া ফৌজদারি তদন্ত বন্ধ করার জন্যই অশোক চভন বিজেপিতে যোগ দিলেন বলে দাবি তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘বন্ধু এবং সহকর্মী’ বলে উল্লেখ করার পাশাপাশি, তাঁকে দুর্বল চিত্তেরও বলেছেন জয়রা রমেশ। ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন বলেছেন, এই নেতাদের দলত্যাগ, নতুনদের জন্য বিশাল সুযোগ খুলে দিচ্ছে। ‘সবকিছু পাওয়া’র পর ছেন কংগ্রেস এবং আদর্শ ত্যাগ করা দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন নানা পাটোলে।

Next Article