আহমেদাবাদ: চিকিৎসা বিজ্ঞানে নজির গড়ল ভারত। এশিয়ার প্রথম ব্লাডলেস হার্ট প্রতিস্থাপন (Bloodless heart transplant) হল আহমেদাবাদের মারেঙ্গো CIMS হাসপাতালে। পথ দুর্ঘটনায় নিহত ৩৩ বছর বয়সি এক ব্যক্তির হার্ট প্রতিস্থাপন করা হয়েছে ৫২ বছরের চন্দ্রপ্রকাশ গর্গের দেহে। ইসকেমিক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির শেষ পর্যায়ে ছিলেন গর্গ। তাঁর দেহ রক্তশূন্য করে দিয়ে হার্ট প্রতিস্থাপন করা হয়েছে অর্থাৎ ব্লাডলেস হার্ট প্রতিস্থাপন হয়েছে।
ব্লাডলেস হার্ট প্রতিস্থাপন কী?
ব্লাডলেস হার্ট প্রতিস্থাপনের অস্ত্রোপচার অত্যন্ত জটিল পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে শরীরকে রক্তশূন্য করে দিয়ে হার্ট প্রতিস্থাপন করা হয়। এই ধরনের অস্ত্রোপচারের জন্য দক্ষ চিকিৎসকের প্রয়োজন। যাঁরা রক্তের ক্ষয়ক্ষতির মূল্যায়ণ করে, রক্ত প্রবাহ বন্ধ করার পর অস্ত্রোপচারের সাহায্যে এক ব্যক্তির অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করেন। এটা বেশ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার। এতে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে।
ঝুঁকিপূর্ণ এই ব্লাডলেস অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির হার্ট অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করে নজির গড়লেন আহমেদাবাদের মারেঙ্গো CIMS হাসপাতালের চিকিৎসকেরা। ডা. ধীরেন শাহের নেতৃত্বে এই সার্জারি কেবল দেশে নয়, সমগ্র এশিয়ায় নজির গড়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, অস্ত্রোপচারের মাত্র ৯ দিনের মাথায় রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। যেখানে সাধারণ অস্ত্রোপচারে হার্ট প্রতিস্থাপনের পর ২১ থেকে ২৪ দিন রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হয়।
ডা. ধীরেন শাহ জানান, রক্ত সঞ্চালন-মুক্ত হার্ট প্রতিস্থাপন কার্ডিয়াক সার্জারিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই সার্জারি করার সময় রোগীর বিভিন্ন শারীরিক লক্ষণ, রক্তচাপ, রক্ত জমাট বাঁধার বিষয়টি পর্যবেক্ষণ করতে হয় বলে জানিয়েছেন এই সার্জারিতে অংশগ্রহণকারী কার্ডিওথোরাসিক অ্যানেস্থেটিস্ট ডাঃ নীরেন ভাবসার।