Scooter Gift: উচ্চ মাধ্যমিক পাশ করা ৩৫ হাজার ছাত্র-ছাত্রীকে দেওয়া হচ্ছে স্কুটার!

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 02, 2023 | 2:36 PM

দ্বাদশ শ্রেণির পাশ করা ৩৫ হাজার ৭৭৫ জন পড়ুয়ার হাতে ৩০ নভেম্বর স্কুটার তুলে দেওয়া হবে। অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল (AHSEC)-এর অধীনে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরাই এই স্কুটার পাবেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার।

Scooter Gift: উচ্চ মাধ্যমিক পাশ করা ৩৫ হাজার ছাত্র-ছাত্রীকে দেওয়া হচ্ছে স্কুটার!
ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে স্কুটার
Image Credit source: Twitter

Follow Us

গুয়াহাটি: দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভাল ফল করলেই মিলবে স্কুটার। সরকারই সেই স্কুটার দেবে মেধাবী ছাত্র-ছাত্রীদের। সম্প্রতি এমনই সিদ্ধান্ত হয়েছে অসম সরকারের মন্ত্রিসভায়। বাণীকান্ত কাকাতি পুরস্কার স্কিমের অধীনে এই স্কুটার দেওয়া হবে। অসম সরকার সূত্রে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির পাশ করা ৩৫ হাজার ৭৭৫ জন পড়ুয়ার হাতে ৩০ নভেম্বর স্কুটার তুলে দেওয়া হবে। অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল (AHSEC)-এর অধীনে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরাই এই স্কুটার পাবেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার।

জানা গিয়েছে, ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ৫ হাজার ৫৬৬ জন ছাত্রকে স্কুটার দেবে অসম সরকার। ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ৩০ হাজার ২০৯ জন ছাত্রীও পাবেন স্কুটার। এ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে অসমের পর্যটনমন্ত্রী জয়ন্ত মাল্লা বারুয়া বলেছেন, “দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৩৫ হাজার ৭৭৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে স্কুটার দেবে অসম সরকার। ৩০ নভেম্বর এই স্কুটার বিতরণ অনুষ্ঠান হবে।”

স্কুটার ছাড়াও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ২৭ হাজার ১৮৩ জন পড়ুয়াকে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আনুন্দরম বড়ুয়া পুরস্কার প্রকল্পের অধীনে ২৯ নভেম্বর এই আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেই অসমের পর্যটনমন্ত্রী। এ ছাড়াও ভুটান সরকারের জন্য তিনটি এমবিবিএস আসন সংরক্ষিত করার সিদ্ধান্তও নিয়েছে অসমের মন্ত্রিসভা।

Next Article