Rahul Gandhi: ভারত জোড়ো ন্যায় যাত্রায় বড় ধাক্কা, রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের FIR

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 24, 2024 | 8:02 AM

Bharat Jodo Nyay Yatra: মঙ্গলবার ফের গুয়াহাটি হয়ে অসমে পুনঃপ্রবেশ করে কংগ্রেসের জনসংযোগ যাত্রা। সেখানেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে কংগ্রেস কর্মীদের। ভারত জোড়ো যাত্রায় সামিল কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করায় শক্তি প্রয়োগ করতে বাধ্য হয় পুলিশও। 

Rahul Gandhi: ভারত জোড়ো ন্যায় যাত্রায় বড় ধাক্কা, রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের FIR
ভারত জোড়়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী।
Image Credit source: PTI

Follow Us

গুয়াহাটি: ভারত জোড়ো ন্যায় যাত্রায় বড় ধাক্কা। রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে দায়ের হল এফআইআর (FIR)। ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে অসমের (Assam)গুয়াহাটিতে পুনঃপ্রবেশ করার চেষ্টা করতেই ধুন্ধুমার বাধে মঙ্গলবার।পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে কংগ্রেস কর্মীরা। এরপরই হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ এনে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। সেই মতোই রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর নামে এফআইআর দায়ের করা হল।

মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, হিংসায় উসকানি, ভাঙচুর, সরকারি সম্পত্তির ক্ষতি ও পুলিশের উপরে আক্রমণের অভিযোগে রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

মণিপুর থেকে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা মেঘালয় হয়ে অসমে প্রবেশ করেছিল। সোমবার, ২২ জানুয়ারি অসমের একটি মন্দিরে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু মন্দির থেকে ২০ কিলোমিটার দূরেই তাঁকে আটকে দেওয়া হয়। সেখানেই অবস্থান বিক্ষোভে  বসেন রাহুল। এরপর মঙ্গলবার ফের গুয়াহাটি হয়ে অসমে পুনঃপ্রবেশ করে কংগ্রেসের জনসংযোগ যাত্রা। সেখানেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে কংগ্রেস কর্মীদের। ভারত জোড়ো যাত্রায় সামিল কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করায় শক্তি প্রয়োগ করতে বাধ্য হয় পুলিশও।

এরপরে ময়দানে নামেন রাহুল গান্ধী। দলীয় কর্মীদের ‘বব্বর শের’ বলেই অ্যাখ্যা দেন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, “আমরা ব্যরিকেড ভেঙেছি, কিন্তু আইন ভাঙব না।”

পাল্টা জবাব দেন অসমের মুখ্যমন্ত্রী তথা এক সময়ের কংগ্রেস নেতা হিমন্ত বিশ্ব শর্মাও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এই ধরনের ঘটনা আমাদের অহমিয়া সংস্কৃতির অংশ নয়। এই ধরনের নকশাল কৌশল কাজ করবে না। হিংসায় উসকানি দেওয়ার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছি পুলিশকে। আপনাদের ভিডিয়ো ফুটেজই প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে।”

Next Article